বিস্তারিত বিষয়
নওগাঁয় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নওগাঁয় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ
[ভালুকা ডট কম : ১৪ সেপ্টেম্বর]
বাস শ্রমিক ও অটোরিকশা চালকের দ্বন্দ্বের জেরে নওগাঁ বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস-টার্মিনাল থেকে অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। গত মঙ্গলবার বিকেল থেকে এই বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস-শ্রমিকরা। এতে করে বিভিন্ন পথে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। বিকল্প হিসেবে জরুরি প্রয়োজনে যাত্রীরা অটোরিকশা ও ব্যাটারিচালিত গাড়িতে বাড়তি ভাড়া দিয়ে যেতে বাধ্য হচ্ছেন।
কয়েকজন বাস শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে একটি বাস টার্মিনালে প্রবেশ করছিলো। এ সময় সড়কের পাশে অটোরিকশা দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হয়। ওই সময় বাসচালক অটোরিকশাটি সরে নিতে বললে ওই চালক বাসের ড্রাইভার ও হেলপারকে কলার ধরে কিল-ঘুষি মারে। এরই প্রতিবাদে গত মঙ্গলবার বিকেল থেকে বাস শ্রমিকরা নওগাঁ থেকে আভ্যন্তরীন সব রুটে বাস-চলাচল বন্ধ করে দেয়। ব্যক্তিগত কাজে পত্নীতলা উপজেলায় যাবেন আমজাদ হোসেন। তিনি বলেন, সকল রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছি। সেই সঙ্গে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।
গৃহবধূ শারমিন আকতার সাপাহার উপজেলা থেকে ছোট ছেলেকে নিয়ে বগুড়া গেছিলেন বেড়াতে। আজ সকালে বাড়ি যাওয়ার জন্য বগুড়া থেকে বাসস্ট্যান্ডে এসে দেখে বাস বন্ধ। শারমিন বলেন, এখন কিভাবে বাড়ি যাবো বুঝতেছি না। একটু কিছু হলেই বাস-চলাচল বন্ধ করে দেওয়া হয়। এটা ঠিক না। বাস-চলাচল স্বাভাবিক রেখে তারা নিজেরা বসে এটা ঠিক করতে পারে। অযথা যাত্রীদের কষ্ট দেওয়া হয়।
বাসচালক মামুনুর বলেন, টার্মিনাল থেকে যখন কোনো বাস ছেড়ে দেওয়া হয়, এর তিন মিনিটের মধ্যে জলিল পার্কে গিয়ে পৌঁছাতে হয়। কিন্তু টার্মিনালের এই অংশে অবৈধ যানচলাচলের জন্য সমস্যা হয়। এমনকি দুর্ঘটনাও ঘটে। তাই আমাদের দাবি টার্মিনালের এই অংশে যাতে করে কোনো অবৈধ যানচলাচল করতে না পারে।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাহার হোসেন বলেন, গত মঙ্গলবার বিকেলে টার্মিনালে একটি বাস ঢুকছিল। এসময় টার্মিনালের পাশে বাসের তিনজনকে মারধর করে অটোরিশা চালক। এর প্রতিবাদে বিকেল থেকে শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ করে রেখেছে। এখন প্রশাসনিক, মালিক গ্রুপ ও শ্রমিক গ্রুপ সদস্যদের নিয়ে বসে যাতে করে বাসটার্মিনাল এলাকায় অবৈধ যানচলাচল করতে না পারে এর সমাধান হলেই গাড়ি চলাচল স্বাভাবিক হবে।
জেলা বাস মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বলেন, গত মঙ্গলবার বাস শ্রমিকদের কিছু চার্জার ড্রাইভার মারধর করে। এ কারণে সাধারণ শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রেখেছে। আমরা চেষ্টা করছি দ্রুত এটা সমাধানের। তবে এ বিষয়ে অটোরিকশা চালকদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাস-চলাচল বন্ধ আছে।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ
-
কালিয়াকৈরে দুই যুবকের লাশ উদ্ধার [ প্রকাশকাল : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে ভ্যানের ধাক্কায় পুলিশ নিহত [ প্রকাশকাল : ২২ সেপ্টেম্বর ২০২৩ ০৭.৩০ পুর্বাহ্ন]
-
কালিয়াকৈরে সেপটি টেংকিতে পরে নিহত ২ [ প্রকাশকাল : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০২.০৭ অপরাহ্ন]
-
মনপুরায় ভাসমান অবস্থায় নারীর লাশ উদ্ধার [ প্রকাশকাল : ১১ সেপ্টেম্বর ২০২৩ ০১.১০ অপরাহ্ন]
-
নান্দাইলে ছাগল বিতরণ অনুষ্টিত [ প্রকাশকাল : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১১.০০ অপরাহ্ন]
-
ধর্মের মূল বাণী হচ্ছে সকল জীবের কল্যাণ করা [ প্রকাশকাল : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
-
বেনাপোলে রাজস্ব কর্মকর্তা লাঞ্চিত,আটক -১ [ প্রকাশকাল : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত [ প্রকাশকাল : ৩১ আগস্ট ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
-
ওসি আবুল হাসেমের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক [ প্রকাশকাল : ২৯ আগস্ট ২০২৩ ০১.১০ অপরাহ্ন]
-
নওগাঁয় ডাবের দোকানে অভিযান,জরিমানা [ প্রকাশকাল : ২৯ আগস্ট ২০২৩ ০১.১১ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে আদালতের নির্দেশনা অমান্য [ প্রকাশকাল : ২৯ আগস্ট ২০২৩ ০১.০২ অপরাহ্ন]
-
নওগাঁয় নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার [ প্রকাশকাল : ২০ আগস্ট ২০২৩ ০১.০১ অপরাহ্ন]
-
শার্শার নাভারনে নসিমন চাপায় রং মিস্ত্রি নিহত [ প্রকাশকাল : ১৯ আগস্ট ২০২৩ ০৩.০০ অপরাহ্ন]
-
রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান [ প্রকাশকাল : ১৫ আগস্ট ২০২৩ ০৫.০৫ অপরাহ্ন]
-
ট্রাকের গধাক্কায় যশোরে প্রাণ গেল ২ ইজিবাইক আরোহীর [ প্রকাশকাল : ১৪ আগস্ট ২০২৩ ০১.০০ পুর্বাহ্ন]