বিস্তারিত বিষয়
যশোরের শার্শায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো, জনদূর্ভোগ
যশোরের শার্শায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো, জনদূর্ভোগ চরমে
[ভালুকা ডট কম : ২৬ সেপ্টেম্বর]
যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের সাড়াতলা বেলতা সড়কের পন্ডিতপুর-বেলতা গ্রামের মধ্যবর্তী মৌতার বাঁওড়। বাওড়ের দু'পাড়ের ৩শ'ফুট দূরত্বের মধ্যে রয়েছে পাকা রাস্তা। ডিহির বেলতা গ্রামের পর ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়ন।
এই অঞ্চলের মানুষের যাতায়াতের সহজ ও দু'পাড়ের স্থানীয় কৃষকদের মাঠের উৎপাদিত ফসল আনা নেওয়ার একমাত্র মাধ্যম এ বাঁওড়। দীর্ঘ দিনেও ব্রিজ নির্মাণ না হওয়ায় চলাচলে কয়েক বছর আগে স্থানীয়দের প্রচেষ্টায় বাওড়ের উপর একটি বাঁশ-কাঠের সাঁকো তৈরী করা হয়। বর্তমানে সেটিও ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। ফলে মানুষ ও যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হওয়ায় বেড়েছে জনদূর্ভোগ।
সরেজমিন জানা যায়, জনগুরুত্বপূর্ণ মৌতার বাওড়ের উপর স্থানীয়দের প্রচেষ্টায় যাতায়াত ও ফসল আনা নেওয়া সহজীকরণে ৪/৫ বছর আগে বাঁশ ও কাট দিয়ে একটি সাঁকো নির্মাণ করা হয়। প্রতিদিন শতশত মানুষ ও যানবাহন চলাচলের ফলে সাঁকোটি ভেঙ্গে পড়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মানুষ ও ছোট ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এখানে একটি ব্রিজ নির্মাণ না হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন এ অঞ্চলের মানুষ।
পন্ডিতপুর গ্রামের সুজাউদ্দীন জানান, জনপ্রতিনিধি ও যথোপযুক্ত কোনো পদক্ষেপ না থাকায় এলাকার মানুষের প্রচেষ্টায় নিজেরাই সাঁকোটি তৈরি করেছি। সাঁকোটি এখন দুর্বল কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। অতি প্রয়োজনের সময় ঝুঁকি নিয়েই পার হতে হয় আমাদের। যেকোনো সময় সাঁকোটি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় কৃষক উজ্জ্বল জানান, দীর্ঘদিন সাঁকোটি বেহাল অবস্থায় থাকলেও=কারোর কোন মাথা ব্যাথা নেই। ওপার থেকে কৃষি পন্য আমাদের অনেক কষ্ট করে ৪/৫ কিলোমিটার ঘুরে নিয়ে আসতে হয়। একটি ব্রিজ হলে আমাদের কষ্ট লাঘব হতো।
কয়েকজন পথচারী জানান, শার্শার সাড়াতলা হয়ে বেলতার ঝুঁকিপূর্ণ এই বাঁশ-কাঠের সাঁকো দিয়ে যেতে খুব কষ্ট হয়। সহজ ভাবে যাতায়াতের জন্য এই পথে আসি। না-জানি কখন কি হয়। বর্তমান সরকারের এতো বড় বড় উন্নয়নের অর্জন হচ্ছে অথচ আমাদের এলাকার এমন একটি ছোট ব্রিজ নির্মাণে দূর্দশা লাঘবে কেউ এগিয়ে আসছে না। এটা খুবই দূঃখ্জনক।
স্থানীয় সমাজসেবক ডাঃ নুর ইসলাম তরফদার জানান, সাড়াতলা বেলতা সড়কের পন্ডিতপুর-বেলতা গ্রামের মধ্যবর্তী মৌতার বাওড়। কোনো মতে বাঁশ ও কাট দিয়ে তৈরি সাঁকোটি ভেঙে পড়ায় ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন স্থানীয় এলাকাবাসী। একটা ব্রীজ দ্রুত নির্মাণ হলে দুই উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ এর সুফল ভোগ করবে। এজন্য শার্শার মাননীয় এমপি মহোদয় সহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
স্থানীয় ওয়ার্ডের মেম্বর ও ডিহি ইউপির প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান জজ মিয়া বলেন, স্থানীয়দের সকলের সহযোগিতায় আমরা চলাচলের জন্য বাঁশ, কাঠ দিয়ে একটি সাঁকো নির্মাণ করি। সেটি চলাচলে বর্তমানে ঝুঁকিপূর্ণ। উপজেলা প্রকৌশলী অফিসে বারবার যোগাযোগ করেও আশানুরূপ কিছু হচ্ছেনা। এই বাওড়ের দ্রুত একটা ব্রীজ নির্মাণ জরুরী হয়ে পড়েছে।
এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি মৌতার বাওড়ে ব্রিজ নির্মাণের। ব্রিজটি নির্মিত হলে শিক্ষার পাশাপাশি অর্থনেতিক উন্নয়ন ও হাজারো মানুষের দুর্ভোগ কমবে বলে জানান স্থানীয়রা। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী কর্তৃপক্ষেও হস্তক্ষেপ কামনা করেন।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ
-
কালিয়াকৈরে দুই যুবকের লাশ উদ্ধার [ প্রকাশকাল : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে ভ্যানের ধাক্কায় পুলিশ নিহত [ প্রকাশকাল : ২২ সেপ্টেম্বর ২০২৩ ০৭.৩০ পুর্বাহ্ন]
-
কালিয়াকৈরে সেপটি টেংকিতে পরে নিহত ২ [ প্রকাশকাল : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০২.০৭ অপরাহ্ন]
-
মনপুরায় ভাসমান অবস্থায় নারীর লাশ উদ্ধার [ প্রকাশকাল : ১১ সেপ্টেম্বর ২০২৩ ০১.১০ অপরাহ্ন]
-
নান্দাইলে ছাগল বিতরণ অনুষ্টিত [ প্রকাশকাল : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১১.০০ অপরাহ্ন]
-
ধর্মের মূল বাণী হচ্ছে সকল জীবের কল্যাণ করা [ প্রকাশকাল : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
-
বেনাপোলে রাজস্ব কর্মকর্তা লাঞ্চিত,আটক -১ [ প্রকাশকাল : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত [ প্রকাশকাল : ৩১ আগস্ট ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
-
ওসি আবুল হাসেমের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক [ প্রকাশকাল : ২৯ আগস্ট ২০২৩ ০১.১০ অপরাহ্ন]
-
নওগাঁয় ডাবের দোকানে অভিযান,জরিমানা [ প্রকাশকাল : ২৯ আগস্ট ২০২৩ ০১.১১ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে আদালতের নির্দেশনা অমান্য [ প্রকাশকাল : ২৯ আগস্ট ২০২৩ ০১.০২ অপরাহ্ন]
-
নওগাঁয় নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার [ প্রকাশকাল : ২০ আগস্ট ২০২৩ ০১.০১ অপরাহ্ন]
-
শার্শার নাভারনে নসিমন চাপায় রং মিস্ত্রি নিহত [ প্রকাশকাল : ১৯ আগস্ট ২০২৩ ০৩.০০ অপরাহ্ন]
-
রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান [ প্রকাশকাল : ১৫ আগস্ট ২০২৩ ০৫.০৫ অপরাহ্ন]
-
ট্রাকের গধাক্কায় যশোরে প্রাণ গেল ২ ইজিবাইক আরোহীর [ প্রকাশকাল : ১৪ আগস্ট ২০২৩ ০১.০০ পুর্বাহ্ন]