তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ রাস্তার কাজের উদ্বোধন

বঙ্গবন্ধুর বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে তারই কন্যা জননেত্রেী শেখ হাসিনার চৌকস নেতৃত্বের কারণেই-এমপি হেলাল
[ভালুকা ডট কম : ০৩ অক্টোবর]
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন এক সময়ের তলাবিহীন ঝুঁড়ি নামে খ্যাত বঙ্গবন্ধুর অর্জন করা বাংলাদেশ বর্তমানে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার চৌকস নেতৃত্বের কারণেই। আজ গ্রামের মানুষ শহরের সুবিধা পাচ্ছেন প্রধানমন্ত্রীর দূরদর্শিতা পদক্ষেপের কারণেই। বাংলার প্রত্যন্ত গ্রামের প্রায় সকল মেঠো রাস্তাতেই ইট আর পাঁকার ছোঁয়া লেগেছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই আজ এই উন্নয়ন সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, আমি উপ-নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন কারণে বন্ধ হয়ে থাকা জনগুরুত্বপূর্ন এই ২২কিমি আঞ্চলিক সড়কের পাকাকরনের কাজটি দ্রুত করার জন্য দিনের পর দিন সওজের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও মন্ত্রনালয়ে ধর্না দিয়েছি। সংসদেও এই বিষয়টি বার বার তুলে ধরার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষন করার চেস্টা করেছি। আজ দীর্ঘ চার পর রাস্তাটির পাকাকরনের মাধ্যমে এই অঞ্চলের লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘব হতে চলেছে। আর এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আগামীতেও উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারোও প্রধানমন্ত্রী করার কোন বিকল্প নেই। সর্বহারা ও জেএমবির মদদদাতা বিএনপি-জামায়াতকে আবারো ক্ষমতায় আনলে এক সময়ের রক্তাক্ত জনপদ হিসেবে খ্যাত আত্রাই, রাণীনগর ও তার আশেপাশের অঞ্চলগুলো আবারো জবাই, খুন, গুম আর হত্যার স্বর্গরাজ্য হিসেবে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগামী জাতীয় নির্বাচনে আবারোও নৌকা প্রতিকে ভোট দিয়ে ওই সব সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে।

দীর্ঘ চার বছর পর নওগাঁর রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ ২২কিমি রাস্তার পাকাকরনের কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথাগুলো বলেন। উদ্বোধন উপলক্ষে সোমবার বিকেলে উপজেলার আবাদপুকুর চৌরাস্তা মোড়ে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী বিন্দুকনা, সাজু, মিরাক্কেলের তানভির এবং স্থানীয় শিল্পী।

উল্লেখ্য, উপজেলার রাণীনগর থেকে আবাদপুকুর হয়ে কালীগঞ্জ পর্যন্ত প্রায় ২২কিলোমিটার রাস্তা স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে পাকা করনের কাজ করা হয়। এরপর রাস্তায় যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এবং এলাকার মানুষের জীবন মান উন্নয়নে রাস্তাটি এলজিইডি থেকে সড়ক ও জনপথ বিভাগে স্থানান্তর করা হয়। গত ২০১৮ইং সালের শেষের দিকে সড়কটি আরো প্রশস্ত, টেকসই ও মজবুত করনের লক্ষ্যে নতুন করে পাকাকরনের টেন্ডার দেয়া হয়। এতে ২২কিলোমিটার রাস্তা, ২৯টি সেতু-কালভার্ট নির্মানে ব্যয় ধরা হয়েছিল ১০৫কোটি টাকা। ওই বছরই রাস্তার কার্পেটিং তুলে কোন রকমে রোলার দিয়ে ফেলে রাখে সংশ্লিষ্ট ঠিকাদার। এ ছাড়া সেতু-কালভার্ট নির্মান অব্যাহত থাকে। কিন্তু নির্দিষ্ট সময়ে কাজ না করে বার বার সময় চেয়ে আবেদন করতে থাকে ঠিকাদারী প্রতিষ্ঠান। এক পর্যায়ে ২০২১সালের মে মাসে রাস্তা পাকাকরন কাজের কার্যাদেশ বাতিল করে সংশ্লিষ্ট দপ্তর। এরপর নতুন করে আবারো টেন্ডার দেয়া হলে টেন্ডারের বিরুদ্ধে মামলা করেন আগের ঠিকাদার। ফলে আবারো কাজ আটকে যায়। এতে নতুন করে দীর্ঘ ভোগান্তিতে পরে এলাকার লাখ লাখ মানুষ। একপর্যায়ে ২০২১ সালের নভেম্বর মাসে মামলা নিষ্পত্তি হলে আবারো টেন্ডারের প্রক্রিয়া শুরু হয়। ২২কিলোমিটার রাস্তা পাকা করনে ৩৮কোটি ৩৪লক্ষ ২০হাজার ৫৮১টাকা ৮৩ পয়সা ব্যয় ধরে টেন্ডার অন্তে গত ১০আগস্ট কার্যাদেশ জারী করা হয়। রাস্তার কাজ শেষ করতে সময় বেঁধে দেয়া হয়েছে আগামী ২০২৩ইং সালের  ৯এপ্রিল পর্যন্ত।#


নান্দাইলে মাদক ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ০৩ অক্টোবর]
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রোববার মাদক ইভটিজিং, টাস্ মোবাইল ফোন চালানো বন্ধ সহ বাল্য বিবাহ প্রতিরোধে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা যুগান্তর স্বজন সমাবেশ ও হক ফাতেমা পাঠাগারের আয়োজনে সিংরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মুরতুজ আলী সভাপতিত্বে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক মোঃ ফাইজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সিনিয়র শিক্ষক মো: নাজিম উদ্দিন, মোঃ মাহর্তাব উদ্দিন, মোঃ মোশারফ হোসেন, মোঃ রতন মিয়া, শিক্ষিকা মিলন আরা বেগম, মোঃ মইনুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, মোঃ সাইদুল ইসলাম, সি এন এন টেলিভিশনের প্রতিনিধি মো: রফিকুল ইসলাম মোড়ল, মো: ফরিদ মিয়া, মো: রমজান আলী ও মেহেদী হাসান শুভ। ছাত্রীদের বাল্য বিবাহ প্রতিরোধে পুলিশের ৯৯৯ নাম¦ারের সহযোগীতা নেওয়ার পরামর্শ প্রদান করা হয়। পরে যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্ঠা ও হক ফাতেমা পাঠাগারের সভাপতি মো ঃ এনামুল হক বাবুল বলেন ছাত্র -ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস না করা পর্যন্ত বাল্য বিবাহ করবেনা। এই মর্মে হাত তুলে শপথ গ্রহন করান। উল্লেখ্য, বছর ব্যাপী নান্দাইলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সমাবেশ অব্যাহত থাকবে বলে আয়োজকেরা জানান।#

 



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই