বিস্তারিত বিষয়
বিচারের দাবীতে লাশ নিয়ে প্রতিবাদ বিক্ষোভ
বিচারের দাবীতে লাশ নিয়ে প্রতিবাদ বিক্ষোভ
[ভালুকা ডট কম : ০৩ জানুয়ারী]
গাজীপুরের কালিয়াকৈরে মামলার বাদীর বিচারের দাবীতে লাশ নিয়ে প্রতিবাদ করেছে নিহতের পরিবার ও গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধায় উপজেলার চাপাইর সীমার পার এলাকায়। গত ২ মাস কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্ধি থাকা অবস্থায় গত রবিবার রাতে আসামী নেহাল উদ্দিনের(৬৫) মুত্যু হয়।
কাশিমপুর কারাগার,এলাবাসী ও পুলিশ জানান, উপজেলার বাগচাপাইর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে শিপন মিয়া তার তৃতীয় শ্রেণি পড়–রা ছোট বোনকে গত ৬ নভেম্বর সকালে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে মুদি দোকানদার কানু মিয়ার ছেলে নেহাল উদ্দিনকে (৬৫) মারধর করে রক্তাক্ত জখম করেন। এসময় গ্রামবাসী নেহাল উদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করেন। এঘটনায় কালিয়াকৈর থানায় ওই দিনই শিপন মিয়া বাদী হয়ে তার ছোট বোনকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার হওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় গত ৮ নভেম্বর অসুস্থ অবস্থায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। জেলা কারাগার থেকে এক সাপ্তাহ পরেই কাশিমপুর কারাগারে বন্ধি নেহাল উদ্দিনকে প্রেরণ করেন। কাশিমপুর কারাগার-১ এ গত রবিবার রাতে নেহাল উদ্দিন মারা গেলে নিজ গ্রাম বাগচাপাইরসহ আশপাশে ছড়িয়ে পড়ে।
সোমবার বিকেলের দিকে নিহত নেহাল উদ্দিনের লাশ গ্রামের বাড়ীতে পৌছালে শত শত গ্রামবাসী নিহতের বাড়ীতে ভীড় করেন। এসময় চাপাইর ইউপি (৯নং ওয়ার্ড) সদস্য মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে মিথ্যা মামলার বাদী শিপন মিয়ার বিচারের দাবীতে বিক্ষোভ করেন। এসময় বাদীর বিচার না হওয়া পর্যন্ত নিহত নেহাল উদ্দিনকে জানাজা বাধা দেন।
পরে নিহতের লাশ সাড়ে দশটা দিকে লাশ দাফন সম্পন্ন করেন।
নিহতের নাতি রাকিব মিয়া বলেন, আমার দাদাকে বিনা দোষে মারধর করে রক্তাক্ত জখম করে। মিথ্যা অভিযোগে মামলা দেয়। আমার দাদা নেহাল উদ্দিনকে মারধরের কারনেই কারাগারে মারা গেছে। আমরা মিথ্যা মামলার বাদীর বিচার দাবী করছি।
চাপাইর ইউপির ৯নং ওয়ার্ড সদস্য মোঃ আনোয়ার হোসেন জানান, একই এলাকার যুবক শিপন মিয়া মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলে মুদি দোকানদার নেহাল উদ্দিনকে মারধর করে। পরে মিথ্যা মামলা দিলে পুলিশ অসুস্থ অবস্থায় তাকে জেল হাজতে প্রেরণ করেন।
এদিকে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ জানান, রবিবার রাত আড়াইটার দিকে গাজীপুর তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নেহাল উদ্দিনের মৃত্যু হয়। রাত সাড়ে ১১ টার দিকে কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করে বন্দি নেহাল উদ্দিন। এ সময় তাকে কারা হাসপাতলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যান। কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলায় ২০২২ সালের ১১ নভেম্বর থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আমিরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি মোঃ আকবর আলী খান জানান, কাশিমপুর কারাগারে মৃত নেহাল উদ্দিনের লাশ জানাজায় বাধা দেওয়া হচ্ছে এরকম কোন তথ্য নেই আমার কাছে। এ ব্যাপারে কেউ কিছু বলেনি। তবু খোঁজ খবর নিয়ে জানার চেস্টা করছি।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ
-
নওগাঁর বেড়িবাঁধের ভাঙ্গন,বিপদসীমার উপর পানি [ প্রকাশকাল : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ০১.১৮ অপরাহ্ন]
-
নওগাঁয় ব্র্যাকের নলেজ ফেয়ার অনুষ্ঠিত [ প্রকাশকাল : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ০৪.০৮ অপরাহ্ন]
-
রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ [ প্রকাশকাল : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৪.৩০ অপরাহ্ন]
-
রাণীনগরে প্রচারণার বিলবোর্ড ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা [ প্রকাশকাল : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০২.১৭ অপরাহ্ন]
-
রাণীনগরে নবাগত কৃষি কর্মকর্তার মতবিনিময় [ প্রকাশকাল : ১২ সেপ্টেম্বর ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
-
বিদায় নিলেন রাণীনগরের ইউএনও [ প্রকাশকাল : ১১ সেপ্টেম্বর ২০২৩ ০১.১৫ অপরাহ্ন]
-
মনপুরায় জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়ম [ প্রকাশকাল : ১০ সেপ্টেম্বর ২০২৩ ১০.২০ পুর্বাহ্ন]
-
আইজিপি পুরস্কার পেলো নওগাঁ জেলা পুলিশ [ প্রকাশকাল : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০৪.০০ অপরাহ্ন]
-
রাণীনগরে টিসিবির চাল বাহিরে বিক্রি [ প্রকাশকাল : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ০২.৩০ অপরাহ্ন]
-
রাণীনগরে মসজিদের উদ্বোধন করলেন এমপি [ প্রকাশকাল : ০১ সেপ্টেম্বর ২০২৩ ০২.৩৩ অপরাহ্ন]
-
কালিয়াকৈর বাজারে মূল্য তালিকা উদ্বোধন [ প্রকাশকাল : ৩০ আগস্ট ২০২৩ ০৩.৩০ অপরাহ্ন]
-
রাণীনগরে ওয়েভ ফাউন্ডেশনের মতবিনিময় সভা [ প্রকাশকাল : ২৮ আগস্ট ২০২৩ ০২.১০ অপরাহ্ন]
-
অবশেষে বদলী হলেন রাণীনগরের কৃষি কর্মকর্তা [ প্রকাশকাল : ২২ আগস্ট ২০২৩ ০২.৩০ অপরাহ্ন]
-
নওগাঁয় ব্র্যাকের কৈশোর বান্ধব ক্যাম্পেইন [ প্রকাশকাল : ২১ আগস্ট ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
-
রাণীনগরে কৃষি প্রদর্শনীর অর্ধেক সার ফেরত [ প্রকাশকাল : ১৮ আগস্ট ২০২৩ ০২.৫২ অপরাহ্ন]