তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকা থানা থেকে এস আই এর লাশ উদ্ধার

ভালুকায় থানার দোতলা হতে এস আই হুমায়ূনের ঝুলন্ত লাশ উদ্ধার
[ভালুকা ডট কম : ০৮ ফেব্রুয়ারী]
৮ ফেব্রুয়ারী সকাল সারে ১১ টার দিকে ভালুকা থানা কার্যালয়ের দোতলার একটি কক্ষ হতে  ভালুকা থানায় কর্মরত উপ-পরিদর্শক (এস আই) হুমায়ূন কবির (৪৫) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এস আই হুমায়ূন কবির টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মালাউরি গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে।

থানা সূত্রে জানাযায় ২০০০ সালে কনষ্টেবল পদে চাকুরিতে যোগদানের পর পর্যায়ক্রমে এ এস আই ও পরে এস আই পদে পদোন্নতির পর কয়েক মাস পূর্বে তিনি ভালুকা থানায় যোগদান করেন। আত্মহত্যার কারন জানা যায়নি।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান বুধবার সকাল অনুমান সারে ১১ টার দিকে থানার দোতলায় একটি কক্ষে এস আই হুমায়ূনকে সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেচিয়ে ঝুলতে দেখে পুলিশ সদস্যরা তাকে খবর দেয়। তিনি দোতলার ওই কক্ষে গিয়ে সিলিং ফ্যানে তাকে ফাসিতে ঝুলন্ত মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ তার মৃত দেহ উদ্ধার করে।

খবর পেয়ে অতিরিক্ত ডিআইজি ময়মনসিংহ বিভাগ আবিদা সুলতানা,ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি  আবিদা সুলতানা জানান এস আই হুমায়ূন কবির দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন। সব শেষ ২৮ দিনের ছুটি শেষে গত মাসের ৭ তারিখে তিনি কাজে যোগদান করেন। একজন ম্যাজিষ্ট্র্যাটের উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তিনি জানান প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই