বিস্তারিত বিষয়
যশোরে প্রতারনার দায়ে গ্রেফতার ৫
যশোরে প্রতারনার দায়ে ইরানি নাগরিকসহ ৫ সদস্য গ্রেফতার
[ভালুকা ডট কম : ০৮ মে]
যশোরে প্রতারনার দায়ে ইরানি নাগরিক সহ ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশ জানায়, যশোরের অভয়নগর উপজেলার বর্ণী হরিশপুর বাজারের ‘মরিয়ম স্টোর’। মোবাইল ব্যাংকিংয়ের এই দোকানে গত ৮ এপ্রিল নারিকেল তেল কেনার কথা বলে দুজন ক্রেতা প্রবেশ করে। এর পর দোকানদারের সঙ্গে হ্যান্ড-শেক করে কৌশলে মানিব্যাংক থেকে টাকায় মোড়ানো নেশাদ্রব্য নাকের কাছে নিয়ে শুকিয়ে তাকে স্মৃতিভ্রম করেন। এরপর তাদের কথামতো দোকানদার শরিফুল ইসলাম নিজেই প্রতারকদের হাতে তুলে দেন ৬ লাখ টাকা। এসব নিয়ে দ্রুতই সটকে পরে প্রতারকরা।
দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে এসব প্রতারক চক্র স্মৃতিভ্রম করে সর্বস্ব লুটে নেওয়া এসব চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় ও রাতে ঢাকার ভাটারা থানা ও যশোর শহরের হোটেল সিটি প্লাজা থেকে পৃথকদুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ইরানি নাগরিক খালেদ মহিবুবী (৫৪), সালার মাহবুবী (১৬), ফারিবোরয্ মাসুফি (৫৭),বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ঘ্যানাসুর উপজেলার সারোয়ারের ছেলে খোরশেদ আলম(৫৩) ও বরিশাল জেলার গৌরনদী উপজেলার মৃত আব্দুল মান্নানের ছেলে সাইদুল ইসলাম বাবু (৩৫)। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার,বিদেশী মুদ্রা, পার্সপোট ও বিভিন্ন আইডি কার্ড উদ্ধার করেছে পুলিশ।
যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আজ সোমবার বিকালে এই সংক্রান্ত এক প্রেস ব্রিফিং এ জানা যায়, বাঘারপাড়ার মরিয়ম স্টোরের মালিক শরিফুল ইসলাম গত ৫ মে ৬ লাখ টাকার লুটে নেওয়ার ঘটনায় অজ্ঞাত আসামিদের নামে অভয়নগর থানায় মামলা করলে তদন্তে নামে যশোর ডিবির এলআইসি টিম। এর পর ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে প্রাইভেটকারের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে আসামিদের নাম ঠিকানা শনাক্ত করে পুলিশ। এরপর ঢাকা ও যশোর থেকে দুটি অভিযানে আসামিদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে আসামিরা সংঘবদ্ধ ‘ডিভিল ব্রেথ’ শয়তানের নিঃশ্বাস প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা যশোর খুলনাসহ ৩২ জেলাতে বিভিন্ন প্রতারণা করে আসছে। এই প্রতারক চক্র শুধু বাংলাদেশ না’ বিভিন্ন দেশেও তাদের প্রতারণা করে এসেছে। এসব প্রতারক চক্র ২০১২ সাল থেকে এসব প্রতারণামূলক কাজ করে আসলেও সম্প্রতি ভয়াবহ মাদক স্কোপোলামিন প্রতারণা বেশি লক্ষ করা গেছে।নতুন আতঙ্ক শয়তানের নিঃশ্বাস চক্রের তিন ইরানি নাগরিকসহ ৫ সদস্য গ্রেফতার প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন সাংবাদিকদের জানান,ভয়াবহ মাদক স্কোপোলামিন; অপরাধ জগতে যেটির নাম ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস। ভয়াবহ এ মাদক পথচারীদের নিঃশ্বাসে প্রয়োগের মাধ্যমে ‘মাইন্ড কন্ট্রোল’করে সর্বস্ব লুটে নিচ্ছে একটি চক্র। এ চক্রের খপ্পরে পড়ে তাদের হাতে স্বেচ্ছায় নিজের মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও টাকা পয়সা তুলে দিচ্ছেন অনেকেই।গ্রেফতারকৃত আসামিদের তথ্যমতে ইতোমধ্যে চক্রটি যশোরসহ ৩২ জেলাতে সংক্রিয় রয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃত প্রতারক চক্রদের মধ্যে তিন জন ইরানি নাগরিক। এই ইরানি নাগরিকরা প্রথমে ফেজবুকে বাংলাদেশী তরুণ ও বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে নেটওর্য়াক তৈরি করে। এর পর তারা মূলত তারা ট্যুরিষ্ট ভিসাতে বাংলাদেশে আসেন। ট্যুরিষ্ট ভিসাতে প্রবেশ করে বাংলাদেশের কয়েকজনের সহযোগিতায় তারা বিভিন্ন জেলা বিশেষ করে যেসকল বাণিজ্য এলাকাতে এসব প্রতারণা কাজ করে আসছিলেন। ডিভিল ব্রেথ শয়তানের নিঃশ্বাস নামে ক্যামিকেল নামক দিয়েই তারা প্রতারণা মূলক কাজ করে থাকে।এসব ইরানি নাগরিকের বিভিন্ন সময়ে বাংলাদেশে প্রবেশ করলেও সম্প্রতি তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে। তার পরেও বাংলাদেশের প্রতারক সদস্যদের নিয়ে তারা লুকিয়ে এতোদিন এসব প্রতারণা কাজ করছিলেন। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন যশোর ডিবির অফিসার ইনচার্জ রুপন কুমার সরকারসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ
-
রাণীনগরে তিন মাদকসেবীর কারাদন্ড [ প্রকাশকাল : ২৯ মে ২০২৩ ০৪.৩০ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক [ প্রকাশকাল : ২৭ মে ২০২৩ ০৫.৩০ পুর্বাহ্ন]
-
কালিয়াকৈরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার [ প্রকাশকাল : ২৬ মে ২০২৩ ১১.৫০ অপরাহ্ন]
-
নান্দাইলে ৯টি চোরাই গরু উদ্ধার [ প্রকাশকাল : ২৬ মে ২০২৩ ০৫.০১ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে গোয়াল থেকে তিনটি গাভী চুরি [ প্রকাশকাল : ২৩ মে ২০২৩ ০১.৩০ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে ভেঙ্গে ফেলেছে যুবকের হাত পা [ প্রকাশকাল : ২৩ মে ২০২৩ ০১.২০ অপরাহ্ন]
-
গফরগাঁওয়ে চোরাই অটোরিক্সা সহ গ্রেফতার ১ [ প্রকাশকাল : ২৩ মে ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
-
হৃদয় হত্যা মামলার আসামী নওগাঁ থেকে গ্রেফতার [ প্রকাশকাল : ২০ মে ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
-
কালিয়াকৈর সংখ্যালঘু পরিবারের কাছে চাঁদা দাবী [ প্রকাশকাল : ১৯ মে ২০২৩ ০১.৩০ অপরাহ্ন]
-
ফুলবাড়িয়ায় ফিল্মী কায়দায় মালামাল লুট [ প্রকাশকাল : ১৮ মে ২০২৩ ০১.২৬ অপরাহ্ন]
-
নান্দাইলের পল্লীতে মোটরসাইকেল টাকা ছিনতাই [ প্রকাশকাল : ১৮ মে ২০২৩ ০১.২৪ অপরাহ্ন]
-
রাণীনগরে মাদক ব্যবসায়ী দম্পতি আটক [ প্রকাশকাল : ১৫ মে ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
-
যশোরে প্রতারনার দায়ে গ্রেফতার ৫ [ প্রকাশকাল : ০৮ মে ২০২৩ ১২.১৪ পুর্বাহ্ন]
-
পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক [ প্রকাশকাল : ০৫ মে ২০২৩ ০২.০৫ অপরাহ্ন]
-
যশোরের শার্শায় ৭৮কেজি গাঁজা উদ্ধার [ প্রকাশকাল : ২৯ এপ্রিল ২০২৩ ০১.১০ অপরাহ্ন]