তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কালিয়াকৈরে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

কালিয়াকৈরে ১০ জন মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
[ভালুকা ডট কম : ২৭ মে]
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বক্তারপুর এলাকার একটি মাদ্রাসার ১০ জন শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার সিনিয়র শিক্ষক ইসমাইল হুজুরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা প্রকাশ হলে ওই এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে মাদ্রাসার একটি কক্ষে অভিযুক্ত শিক্ষকে ঘরবন্দি করে ওই ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলামকে খবর দেন। এক পর্যায়ে কাউন্সিলরের কাছে নিজের কৃতকর্মের কথা স্বীকার করেন ওই শিক্ষক। পরে ঘটনাটি পুলিশকে জানান স্থানীয়রা। খবর পেয়ে কালিয়াকৈর থানার উপ পরিদর্শক ফেনসি বিশ্বাস জুয়েল পৌরসভার উত্তর বক্তারপুর দারুল হাফিজা মাদ্রাসা থেকে ওই অভিযুক্ত শিক্ষককে আটক করেন।

এদিকে ভুক্তভোগী ওই শিক্ষার্থীদের পরিবারের লোকজন গিয়ে শিক্ষার্থীদের মাদ্রাসা থেকে উদ্ধার করেন এবং অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত বিচারের দাবী জানান। ঘটনার ভুক্তভোগী শিক্ষার্থী ** (১৪) জানান, মাঝে মাঝেই রাতের আধারে আমাদের আলাদা কক্ষে ডেকে নিয়ে যেতেন কায়শ্যা হুজুর। পরে নানা ভয়ভীতি দেখিয়ে আমাদের সাথে এমন করতেন।

পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, এলাকাবাসী ক্ষুব্ধ ছিল। ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদে তিনি সব স্বীকার করেছেন। পরে তাকে পুলিশের হাতে তোলে দেয়া হয়েছে। এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, ঘটনাটি তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#





সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই