তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় বেড়া দিয়ে ফসলী জমি দখলের চেষ্টা

ভালুকায় টিনের বেড়া দিয়ে ফসলী জমি দখলের চেষ্টা
[ভালুকা ডট কম : ০৬ জুন]
ভালুকায় রাতের আধাঁরে হারুন মিয়া নামে এক ব্যক্তির কোটি টাকা মূল্যের ফসলি জমিতে টিনের বেড়া দিয়ে দখলে নেয়ার চেষ্টা করছে আমিরাত স্পিনিং মিলস লিমিটেড নামে একটি নির্মানাধিন কোম্পানী। ঘটনাটি উপজেলার ভরাডোবা গ্রামে। এ ব্যাপরে জমির মালিক মোঃ হারুন মিয়া ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, ধলিয়া দেয়ালিয়া পাড়া গ্রামের সূর্য্যত আলী সেখের ছেলে হারুন মিয়ার পাশর্বর্তী ভরাডোবা মৌজায় ১০৪০ নম্বর দাগে ৩৭ শতাংশ ফসলি জমি রয়েছে। গত বোরো মওসুমেও ওই জমি হতে তিনি ৩০ মনের উপরে বোরো ধান মাড়াই করেছেন। গত ২৮ মে রাতে নির্মানাধীন আমিরাত স্পিনিং মিলের মালিক মাসুদ ফকির, রেজাউল করিম ও স্থানীয় কেয়ারটেকার সোহেলের নেতৃত্বে ১৫/২০ জন সশস্ত্র লোক হারুন মিয়ার ওই জমি জবর দখলের উদ্দেশ্যে খুটি পুতে টিনের বেড়া দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেন।

জমির মালিক হারুন মিয়া জানান, পাশের ধলিয়া মৌজার দেয়ালিয়াপাড়ার অন্য একটি জমি নিয়ে ওই কোম্পানীর সাথে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জবর দখলের তার দু’ফসলি ধানী জমিতে টিনের বেড়া দিয়েছে।

এ ব্যাপারে কোম্পানীর স্থানীয় কেয়ারটেকার সোহেল মিয়া টিনের বেড়া দেয়ার কথা স্বীকার করে জানান, হারুন মিয়া জমি বিক্রির জন্য কোম্পানীর কাছ থেকে বায়না হিসেবে টাকা নিয়ে জমি রেজিস্ট্রি করে না দিয়ে তালবাহানা করছেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক মো: কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর ওই কোম্পানী কর্তৃপক্ষকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই