তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কালিয়াকৈরে রাস্তার বেহাল দশা জনদুর্ভোগ

কালিয়াকৈরে মৌচাক-ফুলবাড়িয়া রাস্তার বেহাল দশা জনদুর্ভোগ চরমে
[ভালুকা ডট কম : ১১ আগষ্ট]
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক-ফুলবাড়িয়ার সড়কের মৌচাক পুলিশ ফাড়ি হতে পুর্ব মৌচাক ময়দার ঢালু পর্যন্ত রাস্তার বেহাল দশা  সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরমে উঠেছে।  মৌচাক থেকে ময়দার ঢালু পর্যন্ত  একমাত্র রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না করায় ভোগান্তিতে পড়েছে স্থানীয় কয়েক লক্ষ মানুষ ও শিল্প কারখানার গার্মেন্ট কর্মী বিভিন্ন স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ ব্যবসায়ীরা ।

সরেজমিনে গিয়ে দেখা যেছে , উপজেলার মৌচাক ইউনিয়ন মৌচাক বাজার হইতে ময়দার ঢাল পর্যন্ত রাস্তার দুইপাশে শিল্প কারখানা শ্রমিকগণ পড়েছে সবচেয়ে বেশি কষ্টের। মৌচাক হতে ময়দার ঢাল পর্যন্ত মাত্র আধা কিলোমিটার রাস্তাটিতে বড় বড় গর্ত এবং পূর্বের রাস্তার কিছু অংশের ইটের সলিং এবং বাকী অংশের পিচ ঢালায় রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে ওই গর্তে পানি জমা হয়ে গর্তগুলি আরও বড় আকার ধারন করছে। খানাখন্দের উপর দিয়ে মিলকারখানার কাভার্ড ভ্যানসহ শত শত যান চলাচলের কারনে বর্তমানে রাস্তাটি একবারেই চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। যাত্রীবাহী অটোরিক্সা উল্টে গিয়ে অনেকের জানমালেরও ক্ষতি হয়েছে এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা। স্থানীয়দের অভিযোগ  দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় এমন অবস্থা র সৃষ্টি হয়েছে । যার কারনে ট্রাক, প্রিক-আপ, রিক্্রা, ভ্যান , ইজিবাইকসহ অন্য যানবাহন চলাচল প্রতি নিয়ত দূর্ঘটনার সৃষ্টি হয়।

স্থানীয়  ইজিবাইক চালক জহিরুল ইসলাম জানান, রাস্তাটির অবস্থা  খুবই নাজুক । ঝুঁকিপূর্ণ রাস্তার কারনে এলাকার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে । রাতে স্থানীয়দের চলাচলে বেশি দূর্ভোগ পোহাতে হয়। ভ্যান চালক আব্দুল জানান, এ রাস্তাটি যেন দেখার যেন কেই নেই। প্রতিদিন এ রাস্তা দিয়ে হাজার হাজার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। রাতে অন্ধকারে চলাচল করতে গিয়ে এলাকার লোকজন দুর্ঘটনার কবলে পরে। আমি গরিব মানুষ অটো ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্ত রাস্তার যে অবস্থা পায়ে হেটে চলাই কষ্ট তারপর আবার ভ্যানে কিভাবে মানুষ নিয়ে চলাচল করবো। স্থানীয় ব্যবসায়ী সবুজ জানান, রাস্তার এমন পরিস্থিতিতে তাদের ব্যবসায় বেশ ক্ষতি হচ্ছে।

এদিকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের । কারন তাদের দীর্ঘ ভাঙ্গা পথ পাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে। যার কারনে স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সময় মত শিক্ষার্থীরা যেতে পারে না। ওই রাস্তায় চালাচলকারী শিক্ষার্থী জোসনা, আক্তার , সাহাত মনি, রেদওয়ান জানান, রাস্তাটির বেশির ভাগ স্থানই ভেঙ্গে গর্ত হয়ে গেছে। যার কারনে ময়দার ঢাল হইতে মৌচাক রাস্তা দিয়ে যেতে আমাদের খুবই কষ্ট হয়। এলঅকাবাসীসহ রাস্তায় চলাচলরত লোকজনের দাবী রাস্তাটি দ্রুত মেরামত করে দিয়ে মানুষের দুর্ভোগ নিরসন করা হোক।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৯৩৯১ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই