বিস্তারিত বিষয়
বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আফিল উদ্দিন
যশোর-১ আসনে আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আফিল উদ্দিন
[ভালুকা ডট কম : ০৮ জানুয়ারী]
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন। টানা চার বার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। এবারের নির্বাচনে তিনি এক লাখ ৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী বেনাপোলের সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট। অপর প্রার্থী জাতীয় পার্টির ডাঃ আক্তারুজ্জামান লাঙ্গল প্রতীকে পেয়েছেন দুই হাজার ১৫১ ভোট।
সহকারী রির্টানিং কর্মকর্তা ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বেসরকারী ভাবে শেখ আফিল উদ্দিনকে বিজয়ী ঘোষণা করেন। তিনি বলেন, কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন ঘটনা ঘটেছে। ভোটারদের উপস্থিতি কম থাকলেও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহনের জন্য সব ধরনর প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হয়।
যশোর-১ শার্শা আসনটিতে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। ১০২টি ভোট কেন্দ্রের ৬৬১টি কক্ষে ভোট গ্রহণ করা হয়। এ আসনে মোট দুই লাখ ৯৪ হাজার ৬৯২ জন ভোটারের মধ্যে এক লাখ ৪৭ হাজার ৫৭৬ জন পুরুষ ও এক লাখ ৪৭ হাজার ১১৬ জন মহিলা ভোটার রয়েছে।
সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকাল ৪ টা পর্যন্ত। শীতের কারনে সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। বিচ্ছিন্ন দু‘একটি ঘটনা ছাড়া শার্শার সকল কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এদিকে নির্বাচন চলাকালীন সময়ে সকাল ১১ টার দিকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন ৫৫টি কেন্দ্রে অনিয়ম, পুলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ এনে সাংবাদিক সন্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়াান। নির্বাচনে জয়লাভের পর পরই শার্শা ও বেনাপোলের বিভিন্ন স্থানে বিজয় মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিভিন্ন এলাকার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বিজয়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, এ বিজয় গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার বিজয়। এ বিজয় জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা আর আকাঙ্খার প্রতিফলন। যশোর-১ আসনের সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন, এ বিজয় আমার বিজয় নয়, শার্শাবাসীর বিজয়। আমার প্রতি শার্শাবাসী যে ভালোবাসা দিয়েছে, জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আমি তার প্রতিদান দিয়ে যাব। দলের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকবো। এ জন্য তিনি শার্শাবাসীর দোয়া কামনা করেন। #
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
নির্বাচন বিভাগের অন্যান্য সংবাদ
- ২১ বছর নির্বাচন বন্ধ মলংচড়া ইউনিয়নে [ প্রকাশকাল : ০৯ মে ২০২৪ ০৮.৩৩ পুর্বাহ্ন]
- তজুমদ্দিনে উপজেলা নির্বাচন [ প্রকাশকাল : ০৭ এপ্রিল ২০২৪ ০১.০৫ অপরাহ্ন]
- মনপুরায় পুনরায় চেয়ারম্যান হলেন আলমগীর [ প্রকাশকাল : ০৯ মার্চ ২০২৪ ০১.৩০ অপরাহ্ন]
- মনপুরায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ [ প্রকাশকাল : ০৭ মার্চ ২০২৪ ০৫.০৫ পুর্বাহ্ন]
- মনপুরা ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা [ প্রকাশকাল : ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ০৩.০০ অপরাহ্ন]
- মনপুরা ১নং ইউপি নির্বাচন [ প্রকাশকাল : ১২ ফেব্রুয়ারী ২০২৪ ১২.০০ অপরাহ্ন]
- মনপুরা কলাতলী ইউপি নির্বাচন [ প্রকাশকাল : ১১ ফেব্রুয়ারী ২০২৪ ০৩.১০ অপরাহ্ন]
- নওগাঁয় নির্বাচনী কেন্দ্র খরচ প্রদানে নয়-ছয় [ প্রকাশকাল : ১৯ জানুয়ারী ২০২৪ ০৮.০০ পুর্বাহ্ন]
- নওগাঁ-৬,৩৮বছর পর এমপি পেলো আত্রাই [ প্রকাশকাল : ১২ জানুয়ারী ২০২৪ ০৩.০০ অপরাহ্ন]
- বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আফিল উদ্দিন [ প্রকাশকাল : ০৮ জানুয়ারী ২০২৪ ০৫.৩০ অপরাহ্ন]
- নওগাঁর ৫টি আসনে জামানত হারালেন ১৯ প্রার্থী [ প্রকাশকাল : ০৮ জানুয়ারী ২০২৪ ০৩.৩০ অপরাহ্ন]
- নির্বাচনী সহিংসতায় যশোরে ৯ জন আহত [ প্রকাশকাল : ০৮ জানুয়ারী ২০২৪ ০১.৩০ অপরাহ্ন]
- নওগাঁয় চলছে ভোট গ্রহণ [ প্রকাশকাল : ০৭ জানুয়ারী ২০২৪ ১০.০০ পুর্বাহ্ন]
- নির্বাচন কমিশন জিরো টলারেন্স-ইসি হাবিব [ প্রকাশকাল : ৩০ ডিসেম্বর ২০২৩ ০২.১০ অপরাহ্ন]
- আগুনে পুড়লো নওগাঁ-৬ নৌকার নির্বাচনী অফিস [ প্রকাশকাল : ২৭ ডিসেম্বর ২০২৩ ১২.০০ অপরাহ্ন]