তারিখ : ২২ নভেম্বর ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

একটি মর্মস্পর্শী সংবাদের জন্য

একটি মর্মস্পর্শী সংবাদের জন্য
[ভালুকা ডট কম : ১২ ডিসেম্বর]
গৌরবের ডিসেম্বর স্বৈরাচার পতনের মাস
শহিদ বুদ্ধিজীবী দিবস, দেশ বিজয়ের উল্লাস
এ মাসে হরতাল! কি সাঙ্ঘাতিক সংবাদ
মুক্তিযোদ্ধার চরম অবমাননা
এরাই ঠুকরে খাবে লাল সবুজের পতাকা
কদিন আগে এ ছিল সংবাদপত্রের শিরোনাম।

টক শোর পুনঃপ্রচারে কথার খৈ ভাজ
ধরা যাবেনা বলা যাবে না কথা
ভোট ভাতের অধিকার রাজাকারের সূত্রে বাঁধা
ত্রিশ লক্ষ শহীদ আর তিন লক্ষ সম্ভ্রম
সব ভুলে রাজনীতিতে শুরু হয় ক্ষমতার উৎসব ।

আচ্ছা, এ মাসে মানুষ হত্যাতে আছে কি কোন বাঁধা
প্রকাশ্যে দিবালোকে মিছিলের উৎসবে
দেখ চকচকে নাঙ্গা ধারালো ছুড়ি
কেমন করে কোপায় নিরীহ মানুষ
দেখ বাংলাদেশ অবাক বিস্ময়ে তাকিয়ে রয়
ভাল করে দেখ, পোশাক ধারীরা কেমন নির্বিকার
তাদের টুপিতে স্পষ্টাক্ষরে লেখা বাংলাদেশ
হাতে জানমালের রক্ষাকবচ। কর্তব্য তথৈবচ!
সংবাদকর্মীদের কি নিখুঁত চিত্রগ্রহণ।
যেন চলছে মারদাঙ্গা ছায়াছবির দৃশ্য ধারণ
বাণিজ্যকরনের জন্য চাই ভিডিও ফুটেজ।

বিস্মিত হয় বিবেক!
একটি মর্মস্পর্শী সংবাদের জন্য মৃত্যুই ছিল জরুরী
কি বীভৎস! কত নতজানু আমরা
ওরা সোনার ছেলে তাই ধরতে ছোঁতে মানা ।
এখন যৌবন যার! কি করার আছে তার
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা এখন কি মৌলিক দাবী
এ প্রশ্ন বিবেকের দুয়ারে দুয়ারে ঘূর্ণায়মান।
আমাকে ক্ষমা করো না বিশ্বজিৎ
নির্লজ্জের মত উসকে দেয়া আগুন দেখেছি,
পোশাক পরা লোকদের কর্তব্যের অবহেলা দেখেছি
আমি দাড়িয়ে দড়িয়ে তোমার হত্যা দেখেছি
বেঁচে থাকব বলে আমার আমিকে জড়াই নি
তোমাকে উদ্ধারে এগিয়ে যাই নি দু’কদম
আর সবাইকে দর্শক করে রেখেছি।
উচ্চ আদালতে এদের বিরুদ্ধে নালিশ করিনি
অধিকার প্রয়োগে ছিলাম নির্বিকার
ইতিহাসও আমাকে ক্ষমা করবে না
তুমিও ক্ষমা করো না বিশ্বজিৎ দাস।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

সাহিত্য পাতা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৯৩৯১ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই