তারিখ : ২২ নভেম্বর ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

যদি আবার জাগে কোটি প্রাণ

যদি আবার জাগে কোটি প্রাণ
[ভালুকা ডট কম : ১৪ ডিসেম্বর]
আমি ভীত সন্ত্রস্ত, সূর্য সন্তানদের কাছে অনুতপ্ত
স্মৃতি সৌধে যাওয়ার সাহস রাখি না এখন আর
যাদের রক্তের উপর দাড়িয়ে আছে স্মৃতিস্তম্ভ
তাদের কোন প্রশ্নের উত্তর জানা নেই আমার।

বলতে পার আর কত রক্তের বিনিময়ে
বন্ধ হবে বলিদান!থেমে যাবে রক্তের হোলি খেলা
বলতে পার প্রতিদিন কেন কুসুমাস্তীর্ণ হয় সূর্য
পশ্চিমাকাশে শহীদের অতৃপ্ত আত্মা কেন ছড়ায় আগুন
বলতে পার সবুজের বুকে বইবে আর কতকাল
দেশপ্রেমিকদের রক্ত নদী? উত্তর জানা নেই আমার।

একাত্তরে বলেছিলে এই জনপদ হয়ে গেলে মেধাশূন্য
থেমে যাবে মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।
নৃশংসতায় কেড়ে নিলে সূর্য সন্তানদের সুরভিত প্রাণ
রয়ে যাবে পাকিস্তান! ওরাই এখন দেশপ্রেমিক শয়তান।

তাই এখন আর পুষ্পার্ঘ নিয়ে স্মৃতি সৌধে যাই না
কালো কাপড় বুকে ধারণ না করে তা দিয়ে মুখ ঢাকি
দেশ গড়ার রক্তশপথ ভাঙ্গার অভিযোগে অভিযুক্ত আমি
মুক্তিযুদ্ধের চেতনা চেতনা করে শুধুই করেছি চিৎকার
রাষ্ট্র ক্ষমতায় যাবার মহাউৎসব! কে কার বোঝা দুষ্কর!

যদি আবার জাগে কোটি প্রাণ, পূর্ণ হয় রক্ত শপথ
শোকের মিছিল নিয়ে নয় প্রাপ্তির মিছিল নিয়ে আসব
তোমাদের রক্ত ঢেকে দিব কোটি মানুষের শ্রদ্ধার ফুলে
চিৎকার করে বলব এ নাও তোমার বাংলাদেশ
একাত্তরে যেমনটি তুমি চেয়ে ছিলে ।
Inline image 2

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করছে তাদের আত্মত্যাগ 'আমরা তোমাদের ভুলব না'।
এ দিনে বুদ্ধিজীবী হন্তারকদের জানাই অন্তরের ঘৃণা। গ্রহণ করি অশুভ শক্তিকে বিতাড়নের দৃপ্ত শপথ।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

সাহিত্য পাতা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৯৩৯১ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই