বিস্তারিত বিষয়
কবিতা- কাঁদবে কি বাংলাদেশ আরও একবার / ‘সেলাইপল্লী’ চুলায় যাক!
কাঁদবে কি বাংলাদেশ আরও একবার
[ভালুকা ডট কম : ২৮ এপ্রিল]
নিষ্পাপ শিশুর সজল চোখে নিরুত্তর প্রশ্ন
সমাধানের জটিল অংকে সান্ত্বনা পাবার নেই
ভয়ার্ত কণ্ঠে আর্দ্র উচ্চারণ
‘মায়েরে দ্যাখতে ভয় করে, আমি দেহুম না’
জানে না অবোধ আর দেখা হবে না তার।
দেখার কীইবা আছে আর! থেঁতলে গেছে সব
মায়ের মুখ, মায়ের চোখ, মায়ের আদর
মাথায় রঙ্গিন ফিতার বিনুনি, বকুনি
রাতে গরম ভাতে আধ টুকরো মাছ
প্রতিটি লুকমায় কি যে মমতার স্বাদ
সবই আজ মাটি চাপা! নিঃশ্চুপ আর্তনাদ!
এমনটি কি কখনো দেখেছ কেউ
মাটি খুড়ে কবর তৈরি! লাসের জন্য অপেক্ষা
মা বাবা স্বামী স্বজনের চোখে মরু কান্না!
অর্থনীতির থামের নীচে বুক-পেট চিরে চ্যাপ্টা
কি যন্ত্রণাদায়ক এ মৃত্যু কেউ জানে না
চেখের কোনে কালচে রক্তদাগ! চেনা মুখ! স্পষ্ট!
পা টা অক্ষত ! সংবাদপত্রের শিরোনাম আজ
সাভারের ভারী বাতাসে কঙ্কণটা এখনও বাজে টুং টাং
বিদ্রূপের এ শব্দ শুনতে পাও কি বাংলাদেশ।
কবর থেকে কি কেউ ফেরে? না, ফেরে না
ত্রিশ ঘণ্টা পর সেলাই কন্যা ফিরে এসেছেন
ঘুটঘুটে অন্ধকার বাঁচার জন্য প্রতি মুহূর্তের যুদ্ধ
চারিদিকে অসংখ্য লাশ ! লাসের সাথে সহবাস
বটি দিয়ে চাপা পড়া হাত কেটে বাদ দেয়ার চেষ্টা
অবশেষে উদ্ধার! পুনর্জন্মের করুন উপাখ্যান
প্রেমের বিয়ের প্রথম ফসল আসবে কোল জুড়ে সন্তান
সাত মাস চলছে! বেতন পেলেই ‘সাত ভক্ষণ’
কষ্টের সংসারে আনন্দ আয়োজন চূড়ান্ত!
মালিক পক্ষের আশ্বাস কাজে গেলেই আজ মাসোয়ারা।
নিরাপদ মাতৃত্বের জন্য আগামী মাসে ছুটি মঞ্জুর
বিকট শব্দে সেলাই দিদির স্বপ্ন মুহূর্তেই উধাও!
ছাদের নীচে নির্মম মৃত্যু! সহযাত্রী অনাগত শিশু
হবু বাবার চোখে অঝোর বৃষ্টি! খোয়াব ধূলিসাৎ
কাঁদবে কি বাংলাদেশ আরও একবার।
চারিদিকে লাশের পাহার! শব মিছিল!
সেলাই দাদা দিদিদের লাশের গন্ধে ভারী বাতাস
মৃত্যু উপত্যকায় ফিরতিদের আহাজারিতে ব্যস্ত হাসপাতাল
বাইরে রক্ত দেয়ার জন্য সারী বদ্ধ সমব্যথী মানুষ
কাঁদছে বিবেক, কাঁদছে মানবতা, কাঁদছে অধিকার
আবার মুষ্টিবদ্ধ হাত! ফুসে উঠছে বাংলাদেশ
.
‘সেলাইপল্লী’ চুলায় যাক!
অন্ধ বধিরের ভীরে জানে না কেউ
সেলাই দিদিমণিদের আর কয়টা লাশে
পোশাক শিল্পের জন্য তৈরি হবে ‘সেলাই পল্লী’
আর কয়টা ইমারত ধসে পড়লে
নীতিমালার সাদা কাগজে পড়বে কালির ছাপ ।
হিসেব করে কেউ বলতে পার?
বিবেকের জানালায় টোকা দিতে
রক্তাক্ত সেলাই শ্রমিকদের দরকার
কত ডেসিবলের আর্ত চিৎকার?
রক্ত চাই! রক্ত চাই! রক্ত চাই!
শ্রম ডলারের জন্য আর কত রক্ত চাই?
ভাবছেন, আহতদের জন্য রক্ত কই?
এজন্য আছে সগোত্রীয় সেলাই শ্রমিক
পোড়খাওয়া নিরীহ আমজনতা
ভোগবাদীদের ছায়াও নিরুদ্দেশ!
লাসের মূল্যে নির্ধারণে ওরা মহাব্যস্ত!
তটস্থ ভাব! দাফনের ব্যবস্থা ঠিকঠাক
অভিজ্ঞতা অনেক! লাগে মাত্র দিন দুয়েক!
ঘুণে ধরা প্রশাসনের নিরুত্তাপ প্রহসন
‘‘কেষ্ট বেটাই চোর’’ বাকি সব অচ্ছুত
অল্প বিরতিতেই আবার লাসের মিছিল
অগ্নি স্নানে ধুয়ে যায় ছোপ ছোপ রক্তছাপ
বালাই ষাট! ‘সেলাইপল্লী’ চুলায় যাক!
ওদের ঘামে আহ! কি সুন্দর বাগান বাড়ি
কৃত্রিম ঠাণ্ডা! তবু জুড়ায় না শরীর
বিশ্রাম কন্যার ওমে নিরিবিলি আনন্দ
টকশো সভা-সেমিনারেই সব সমাধান।
আবার প্লাস্টিকের বাটিতে ভাত বা রুটি
সূর্যোদয়ের সাথে ছুটাছুটি! এইতো জীবন
দেখনি সুশীল বেশ্যারা গণমাধ্যমে তুলেছে ঝড়
সচল অর্থনীতি! সব শ্রমিকের অবদান
নুয়ে পড়ুক ইমারত, লাগুক আগুন আবারও
যাক না আরও কিছু প্রাণ! থামো নির্বোধ!
দেখছ না চারিদিকে সেলাই শ্রমিকের জয়গান!
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
সাহিত্য পাতা বিভাগের অন্যান্য সংবাদ
- উদার আকাশ পত্রিকার,স্মরণ সংখ্যা উদ্বোধন [ প্রকাশকাল : ০৫ আগস্ট ২০২৩ ০১.০৫ অপরাহ্ন]
- পত্নীতলায় কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত [ প্রকাশকাল : ২২ ফেব্রুয়ারী ২০২২ ০৫.২০ অপরাহ্ন]
- কবিতা, সুন্দর স্বপ্নের চাষাবাদ [ প্রকাশকাল : ২৩ অক্টোবর ২০২১ ০৬.০৬ অপরাহ্ন]
- সেই সব মজার মানুষ গ্রন্থের মোড়ক উম্মোচন [ প্রকাশকাল : ২২ অক্টোবর ২০২১ ০৫.১৫ অপরাহ্ন]
- কবিতা-জীবন-গল্প,সফলতা মোদের ধন [ প্রকাশকাল : ১৬ নভেম্বর ২০২০ ০৯.৩৯ অপরাহ্ন]
- কঠিন জ্বর ২/৩দিন ধরে ঘুম নেই আবোলতাবোলে চলি [ প্রকাশকাল : ১২ এপ্রিল ২০২০ ০৩.৫৯ অপরাহ্ন]
- আমার একটা কলম আছে [ প্রকাশকাল : ০২ এপ্রিল ২০২০ ০৫.৪০ অপরাহ্ন]
- নান্দাইলে ‘দুঃখ বহর কাব্য’ গ্রন্থের মোড়ক উম্মোচন [ প্রকাশকাল : ২৪ ফেব্রুয়ারী ২০২০ ০৬.৪০ অপরাহ্ন]
- কক্সবাজারে দু’দিনব্যাপী কবিতার শান্তিযাত্রা [ প্রকাশকাল : ০৫ জানুয়ারী ২০২০ ০৪.০০ অপরাহ্ন]
- সংস্কৃতির আত্মানুসন্ধানে পহেলা বৈশাখের অগ্রযাত্রা [ প্রকাশকাল : ০৯ এপ্রিল ২০১৯ ১০.০০ অপরাহ্ন]
- সবিতা গ্রন্থাগার জ্ঞানের আলো ছড়িয়ে আসছে ১০৪ বছর [ প্রকাশকাল : ০৮ এপ্রিল ২০১৯ ০৭.১১ অপরাহ্ন]
- ঢেউয়ের মিনার কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন [ প্রকাশকাল : ১৪ ফেব্রুয়ারী ২০১৯ ০৩.৩০ অপরাহ্ন]
- নীনার “এসো বঙ্গবন্ধুকে জানি” বইয়ের মোড়ক উন্মোচন [ প্রকাশকাল : ১১ ফেব্রুয়ারী ২০১৯ ০৭.০০ অপরাহ্ন]
- নান্দাইলে কবি আব্দুল হান্নান ইউজেটিক্সকে সংবর্ধনা [ প্রকাশকাল : ২৪ আগস্ট ২০১৮ ০১.০০ অপরাহ্ন]
- এক গুচ্ছ রোমান্টিক কবিতা [ প্রকাশকাল : ২৬ জুলাই ২০১৮ ০৮.৩০ অপরাহ্ন]