তারিখ : ০৭ মে ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সেরা হালিমুন্নেছা

ভালুকায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সেরা হালিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়
[ভালুকা ডট কম : ১১ জুলাই]
ভালুকায় অনুষ্ঠিত ৩৮ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শেষ দিন ১১ জুলাই মঙ্গলবার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নিরুপনে উপজেলার হা‌লিমু‌ন্নেছা চৌধুরানী মেমোরি‌য়াল বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা কুইজ প্র‌তি‌যো‌গিতা,‌বিতর্ক প্র‌তি‌যো‌গিতায় চ্যা‌ম্পিয়ান পুরস্কার লাভ ক‌রে এবং একই বিদ্যালয়ের দশম শ্রে‌ণির শিক্ষার্থী তান‌জিলা আক্তার শ্রেষ্ঠ বক্তা হিসা‌বে পুরস্কার লাভ ক‌রে ।

অন্য দিকে গোয়ারী ভাওয়ালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের স্টল শ্রেষ্ঠ স্টল বিবেচিত হয়।এ মেলায় সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ চান মিয়া মনির, হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথান শিক্ষক আনোয়ারা নীনা, এপোলো ইন্সটিটিউট অব কম্পিউটার'র অধ্যক্ষ এআর শামসুর রহমান, শহীদ নাজিম উদ্দিন স্কুল ও কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক কিরণসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, এবারের মেলাতে ৫ টি স্কুল এবং একটি মাদ্রাসার খুদে উদ্ভাবকরা দশটি ষ্টল নিয়ে মেলায় অংশ গ্রহন করেছে।অংশ গ্রহন কারী স্কুল গুলো হল,ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় দুটি ষ্টল, এ্যাপোলো ইনিষ্টিটিউট দুটি ষ্টল,ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,হালিমুন্নেছা চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয়, গোয়ারী ভাওয়ালুবাজু উচ্চ বিদ্যালয়,এবং ভালুকা ফাজিল মাদ্রার্সা ক্ষুদে উদ্ভাবকরা একটি করে ষ্টল নিয়ে মেলায় বসে ছিল। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই