তারিখ : ০৮ মে ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় হালিমুন্নেছা বিদ্যালয়ে সততা স্টোরের উদ্ভোধন

ভালুকায় হালিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের শুভ উদ্ভোধন
[ভালুকা ডট কম : ১৩ জুলাই]
ভালুকা উপজেলার হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৩ জুলাই বৃহস্পতিবার সকালে বিক্রেতা বিহীন সততা স্টোরের শুভ উদ্ভোধন করা হয়।

সততা স্টোর চালুর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সততার চর্চা বৃদ্ধি করা এবং সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। এখানে কোনো বিক্রেতা থাকবে না থাকবে শুধু পণ্য এবং ক্রেতা। ক্রেতারা প্রয়োজনীয় পণ্য ক্রয়ের পর রেজিস্ট্রার খাতায় নিজের নাম, শ্রেণি, রোল, পণ্যের নাম ও দাম লিখে নির্দিষ্ট ক্যাশ বাক্সে টাকা রাখবে।

বিক্রেতা বিহীন সততা স্টোর উদ্ভোধনী অনুষ্ঠানে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ চাঁন মিয়া মনির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, ভালুকা মডেল গার্লস কলেজের প্রভাষক মোঃ মতিউর রহমান মতিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

বিক্রেতাবিহীন সততা স্টোর শুভ উদ্ভোধনের পূর্বে সম্মানিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সততা স্টোর বিষয়ে দিক নির্দশনামূলক বক্তব্য রাখেন। প্রতিটি উপজেলায় সরকারিভাবে দুটি স্কুলে সততা স্টোর চালুর নির্দেশনা রয়েছে। তারই ধারাবাহিকতায় ভালুকায় সর্বপ্রথম হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে বিক্রতা বিহীন সততা স্টোর চালু করা হয়।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই