বিস্তারিত বিষয়
আমেরিকাকে রুখে দেয়ার আহ্বান জাতিসংঘ কর্মকর্তার
আমেরিকাকে রুখে দেয়ার আহ্বান জাতিসংঘ কর্মকর্তার
[ভালুকা ডট কম : ২৫ আগস্ট]
মার্কিন একতরফা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অবাধ বাণিজ্য আইনের স্পষ্ট লঙ্ঘন। এ ধরণের আচরণ আন্তর্জাতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং আন্তর্জাতিক অবাধ বাণিজ্য ব্যবস্থা মাত্র কয়েকটি দেশের অন্যায় ও অবৈধ রাজনৈতিক ইচ্ছা অনিচ্ছার কাছে জিম্মি হয়ে পড়ে।
এ ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের বিশেষ প্রতিবেদক ইদ্রিস জাজায়েরি ইরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞাকে বেআইনি ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করে আমেরিকার এ অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ওয়াশিংটনের একতরফা আচরণ জাতিসংঘের গঠন-কাঠামো ও নিয়ম-নীতিকে প্রশ্নের সম্মুখীন করেছে। এ ছাড়া, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞার কোনো বৈধতা নেই। কারণ ওই পরমাণু সমঝোতার প্রতি জাতিসংঘের সমর্থন ছিল এবং আমেরিকাও তাতে সই করেছিল।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের বিশেষ প্রতিবেদক ইদ্রিস জাজায়েরি মার্কিন নিষেধাজ্ঞাকে মানবতা বিরোধী হিসেবে উল্লেখ করে ইরানের বিরুদ্ধে যেসব সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে তা উঠিয়ে নিতে পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান যাতে ইরান খাদ্য, কৃষিপণ্য, ওষুধ, চিকিৎসা সামগ্রীসহ গুরুত্বপূর্ণ পণ্য আমদানি করতে পারে। জাতিসংঘের নিয়ম অনুযায়ী কেবল নিরাপত্তা পরিষদের মাধ্যমে কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে। এ অবস্থায় আমেরিকার একতরফা পদক্ষেপ জাতিসংঘসহ আন্তর্জাতিক সকল আইনের পরিপন্থী। পরমাণু সমঝোতা একটি বহুপক্ষীয় আন্তর্জাতিক চুক্তি এবং এর প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন রয়েছে। ফলে এককভাবে এটিকে বাতিল করার ক্ষমতা কোনো দেশের নেই।
পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে মার্কিন ইহুদিবাদী লবিং গ্রুপের ইন্ধন রয়েছে। গ্রিস বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিষয়ক অধ্যাপক ইয়ানিস ওয়ারেস বলেছেন,বিভিন্ন দেশ বিশেষ করে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অবাধ বাণিজ্য আইনের লঙ্ঘন এবং তা সম্পূর্ণ অনৈতিক। তিনি বলেন,ইরানসহ বিভিন্ন দেশের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব উঠিয়ে নিতে হবে। এতে কোনো সন্দেহ নেই যে, আমেরিকার আন্তর্জাতিক আইন বিরোধী পদক্ষেপ মোকাবেলার সক্ষমতা ইরানের রয়েছে এবং এ ক্ষেত্রে ইরান চেষ্টার কোনো ত্রুটি করবে না। এরই অংশ হিসেবে হেগের অবস্থিত আন্তর্জাতিক আদালতে গত মাসে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইরান।
যাইহোক, নিষেধাজ্ঞাকে কখনই কোনো জাতির বিরুদ্ধে আগ্রাসনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। আমেরিকা ইরানের সঙ্গে যে আচরণ করছে তা স্পষ্ট ইরানি জাতির অধিকার লঙ্ঘন। আমেরিকার এ বেআইনি নিষেধাজ্ঞার লক্ষ্য কেবল ইরান নয়। আমরা লক্ষ্য করছি আমেরিকা বহু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায়ও আঘাত হানার চেষ্টা করছে যাতে বিশ্বে তাদের একক আধিপত্য বজায় থাকে।
অভিবাসন নীতিতে ৫৯ সিইওর উদ্বেগ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ৫৯ জন প্রধান নির্বাহী কর্মকর্তা। তারা বিভিন্ন মার্কিন কোম্পানিতে দায়িত্ব পালন করছেন। বুধবার এক লিখিত বিবৃতিতে তারা বলেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কারণে তাদের কোম্পানির বহু কর্মী হুমকির মুখে পড়তে পারেন। নতুন অভিবাসন নীতির কারণে এখন পর্যন্ত অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। অ্যাপল ইনকরপোরেশনের টিম কুক, জেপি মরগ্যান চেজ অ্যান্ড কোম্পানির জেমি ডিমন ও আমেরিকান এয়ারলাইন্সের ডৌগ পার্কারসহ প্রায় ৫৯ জন প্রধান নির্বাহী কর্মকর্তা অভিবাসন নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রধান নির্বাহী কর্মকর্তারা বলছেন, ট্রাম্প প্রশাসনের উচিত এই অভিবাসন নীতি পুনর্নিরীক্ষণ করা। কারণ অভিবাসন নীতির জটিলতায় তাদের বহু দক্ষ কর্মী সংকটের মধ্যে পড়তে পারেন। এসব কর্মীরা যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রেখেছেন। যুক্তরাষ্ট্রে কাজ করার বৈধতা পাওয়া এসব কর্মীরাই শুধু নয় বরং তাদের পরিবারও সংকটের মধ্যে পড়তে পারে। বিশেষ করে যারা এইচ-১বি কর্মসূচির অধীনে যুক্তরাষ্ট্রে কাজ করছেন। সাধারণত এই কর্মসূচির আওতায় বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসে কোম্পানিগুলো। #
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
দেশের বাহিরে বিভাগের অন্যান্য সংবাদ
-
গাদ্দাফিকে হত্যায় ফ্রান্সের হাত থাকার ঘটনা ফাঁস [ প্রকাশকাল : ২২ অক্টোবর ২০১৯ ০১:০০ অপরাহ্ন]
-
ডংফেং-৪১ উন্মোচন করছে চীন,আমেরিকায় পৌঁছাবে ৩০ মিনিটে [ প্রকাশকাল : ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০৪:০৩ অপরাহ্ন]
-
লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা নগরী [ প্রকাশকাল : ০৯ আগস্ট ২০১৯ ০৫:৩০ অপরাহ্ন]
-
মৃতার প্রতিস্থাপিত গর্ভাশয়ে শিশুর জন্ম [ প্রকাশকাল : ০৫ ডিসেম্বর ২০১৮ ০৮:৩০ অপরাহ্ন]
-
রুগীর মস্তিষ্কে ১০ সে:মি: লম্বা ফিতাকৃমি [ প্রকাশকাল : ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০৮:০০ অপরাহ্ন]
-
আমেরিকার অন্যায় দাবি মেনে নেবে না তুরস্ক-এর্দোগান [ প্রকাশকাল : ০৫ সেপ্টেম্বর ২০১৮ ০৭:০৩ অপরাহ্ন]
-
ইমরান-পম্পেও বৈঠক,অচলাবস্থা নিরসনের দাবি [ প্রকাশকাল : ০৫ সেপ্টেম্বর ২০১৮ ০৭:০০ অপরাহ্ন]
-
বেহায়া মার্কিন নেতাদের সঙ্গে কোনো আলোচনা নয়-ইরানের সর্বোচ্চ নেতা [ প্রকাশকাল : ২৯ আগস্ট ২০১৮ ০৭:৪৪ অপরাহ্ন]
-
ইরাকে দায়েশের শীর্ষ কমান্ডার নিহত [ প্রকাশকাল : ২৬ আগস্ট ২০১৮ ০৮:৪০ অপরাহ্ন]
-
ট্রাম্পের অবৈধ সন্তান বিষয়ে তথ্য ফাঁস করার ঘোষণা নিরাপত্তারক্ষীর [ প্রকাশকাল : ২৫ আগস্ট ২০১৮ ০৮:০৭ অপরাহ্ন]
-
আমেরিকাকে রুখে দেয়ার আহ্বান জাতিসংঘ কর্মকর্তার [ প্রকাশকাল : ২৫ আগস্ট ২০১৮ ০৮:০০ অপরাহ্ন]
-
পাকিস্তানকে বন্ধু ভাবতে হবে আমেরিকাকে ইমরান খান [ প্রকাশকাল : ২৪ আগস্ট ২০১৮ ০২:০০ অপরাহ্ন]
-
আমিরাতি সেনাদের সদরদপ্তরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের হামলা [ প্রকাশকাল : ২৩ আগস্ট ২০১৮ ০৭:৫৭ অপরাহ্ন]
-
ঝাড়খণ্ডে কুরবানিকে কেন্দ্র করে জনতা-পুলিশ সংঘর্ষ [ প্রকাশকাল : ২৩ আগস্ট ২০১৮ ০৭:৪২ অপরাহ্ন]
-
চীন-মার্কিন বাণিজ্য আরও পণ্যের ওপর শুল্ক আরোপ [ প্রকাশকাল : ২৩ আগস্ট ২০১৮ ০৭:০২ অপরাহ্ন]