তারিখ : ০৭ মে ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ফুলছড়িতে বন্যার অজুহাতে সরকারি স্কুল ঘর গাছ কম মূল্যে বিক্রির অভিযোগ

ফুলছড়িতে বন্যার অজুহাতে সরকারি স্কুল ঘর গাছ কম মূল্যে বিক্রির অভিযোগ
[ভালুকা ডট কম : ০৩ সেপ্টেম্বর]
ফুলছড়ি উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আঙ্গরীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৪ লক্ষ টাকার পাকাওয়ালসহ টিনসেট ঘর এবং ৯টি রেইনট্রি গাছ ৪৮ হাজার ৫শ টাকায় বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এতে সরকার মোটা অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।

শিক্ষা অফিস সূত্র জানা গেছে, ১৯৮৯-৯০ অর্থবছরে এলজিইডি ৩ লাখ ৪৫ হাজার টাকা ব্যায়ে উপজেলার গজারিয়া ইউনিয়নের আঙ্গরীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার কক্ষ বিশিষ্ট পাকাওয়ালসহ এঙ্গেল দিয়ে টিনসেট একটি ঘর নির্মাণ করে। তার কিছুদিন পরেই ওই স্কুলঘরের সামনে ও পিছনে রেইনট্রি গাছ লাগানো হয়েছিল। স্কুলঘরটি ও গাছগুলো ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনের অজুহাতে তরিঘরি করে তা বিক্রির উদ্যোগ নেয়। এবং রাতারাতি প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা বিক্রি করার পর সমুদয় টাকা পকেস্থ করে মাত্র ৪৮ হাজার ৫শ টাকা বিক্রি দেখানো হয়েছে।

স্থানীয় লোকজন অভিযোগে জানান, বিদ্যালয় এলাকার পুরাতন একেকটি রেইনট্্ির গাছের মূল্যেও হতো প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা। এছাড়া ভবনের ১০ বান্ডিল মোটা টিন, লোহার দরজা ৪টি, জানালা ১০টি, ২০ মণ লোহার এঙ্গেল এবং ভবনের ইট যার মূল্য অনেক। অথচ তা পানির দামে বিক্রি করা হয়।

উপজেলা উপ-সহকারী প্রকৌশলী হেলালুর রহমান বলেন, তরিঘরি করে বিক্রি করায় স্কুলঘর ও ৯টি গাছের মূল্য কম হয়েছে। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাহেদুল ইসলাম এক্ষেত্রে অনিয়ম দুর্নীতির কথা অস্বীকার করেন।#




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই