তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

৭ জুনের মধ্যেই হজ্ব নিবন্ধন সনদ সংগ্রহ করতে হবে

৭ জুনের মধ্যেই হজ্ব নিবন্ধন সনদ সংগ্রহ করতে হবে
[ভালুকা ডট কম : ০৫ জুন]
বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের নিবন্ধন আগামী মঙ্গলবারের (০৭ জুন) পর আর বাড়ানো হবে না। তাই এ সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করে নিবন্ধন সনদ সংগ্রহ করতে হবে। যারা নিবন্ধন সনদ নিতে ব্যর্থ হবেন, তারা হজ্বে যেতে পারবেন না।রোববার (০৫ জুন) দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আনোয়ার হোসাইন।

আগের নির্ধারিত সময় অনুযায়ী হজ্ব নিবন্ধনের টাকা জমার শেষ সময় ছিল গত ৩০ মে। ওইদিন সময় বাড়িয়ে তা ৭ জুন করা হয়।এ বছর নতুন করে প্রাক-নিবন্ধন শুরু করে ধর্ম মন্ত্রণালয। প্রাক-নিবন্ধন শেষে হজ্ব প্যাকেজের পুরো টাকা পরিশোধ করে হজ্বে যেতে নিবন্ধন করতে হচ্ছে হজ্বে গমনেচ্ছুদের। অনুমোদিত ২৪টি ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে পিলগ্রিম আইডি পাওয়া সাপেক্ষে হজ্বে অংশ নিতে পারবেন তারা।চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার জন হজ্বে যেতে পারবেন।এর আগে গত ১১ জানুয়ারি হজ্ব প্যাকেজের অনুমোদন দেয় মন্ত্রিসভা।

এবার সরকারি ব্যবস্থাপনা প্যাকেজে কোরবানিসহ ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা এবং কোরবানি ছাড়া ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা খরচ হবে। আর বেসরকারি ব্যবস্থাপনায় মূল খরচ ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা।  তবে খাওয়া ও বাড়িভাড়া যোগ করে প্যাকেজ ঠিক করবে সংশ্লিষ্ট এজেন্ট।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর পবিত্র হজ্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ইসলামীক বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই