তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নওগাঁয় শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ২৫ আগস্ট]
ভগবান শ্রী কৃষ্ণের শুভ আর্বিভাব পূন্যতিথি জন্মাষ্টমি উপলক্ষ্যে নওগাঁয় জেলা পুজা উদযাপন কমিটির উদ্যোগে শ্রী শ্রী কালিতলা বুড়ামাতা কালিতলা মন্দির থেকে একটি বর্ন্যাঢ্য জন্মাষ্টমি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়ে মন্দির চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শোভাযাত্রার উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি।

জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, রাজশাহী বিভাগীয় ট্রাষ্টি বোর্ডের ট্রাষ্টি অনিল কুমার সরকার, মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম হিন্দুধমীয় কল্যান  ট্রাষ্ট নওগাঁর সহকারী পরিচালক সাথী মজুমদার, জেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি রনজিত কুমার সরকার, সাধারন সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, শ্রী শ্রী বুড়ামাতা কালীতলা মন্দির কমিটির সাধারন সম্পাদক অখিল চন্দ্র ঘোষ প্রমুখ। বক্তারা ভগবান শ্রী কৃষ্ণের উপর বিস্তারিত আলোচনা করেন। শোভাযাত্রায় ও আলোচনা সভায় হিন্দু ধর্মাবলম্বী নারী পুরষরা অংশ গ্রহন করেন।

পত্নীতলাঃ
ভগবান শ্রী কৃষ্ণের শুভ আর্বিভাব পূন্যতিথি জন্মাষ্টমি উপলক্ষ্যে বাংলাদেশ পূঁজা উদযাপন কমিটি পত্নীতলা শাখার উদ্যোগে পত্নীতলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রার আয়োজন করে। বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদর নজিপুর বাসুদেব মন্দিরে এসে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, বাংলাদেশ পূঁজা উদযাপন কমিটি পত্নীতলা শাখার আহ্বায়ক নির্মল কুমার ঘোষ, দিপক কুমার, পিযুশ কুমার দাস, বাবু শীবনাথ কুমার, গৌতম দে, ক্উন্সিলর যুগল চন্দ্র, সুকুমার দাস, বাচ্চু চন্দ্র সাহা, সুদর্শন সাহা, পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুল আলম বেন্টু, সাংবাদিক দিলিপ চৌহান সহ হিন্দু সম্প্রদায়ের হাজার উর্দ্ধো নারী-পুরুষ। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই