তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

যশোর জেলা পরিষদ নির্বাচনের আলোচনায় ৫ নেতা

যশোর জেলা পরিষদ নির্বাচনের আলোচনায় ৫ নেতা
[ভালুকা ডট কম : ১২ অক্টোবর]
আসন্ন যশোর জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কে হচ্ছেন ঐতিহ্যবাহী যশোর জেলা পরিষদের চেয়ারম্যান তা নিয়ে অন্য দলের চেয়ে ক্ষমতাসীনরা ভিতরে ভিতরে আলোচনা করছেন। এ আলোচনায় ৫ নেতার নাম রয়েছে। তারা সংগঠনের জেলা শাখা, কেন্দ্র ও নিজেদের অনুসারীদের নিয়ে ঘরোয়া পরিবেশে তৎপরতা চালাচ্ছেন।

সূত্র মতে, যশোর জেলা পরিষদে এক জন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ ও ৫ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভার জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত হবেন তারা।

যশোর জেলা প্রশাসন সূত্র মতে, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক ইতোমধ্যে যশোর জেলা পরিষদের নির্বাচনী ওয়ার্ড নির্ধারণ শেষ হয়েছে। ইসির পরবর্তী নির্দেশনা অনুযায়ী অন্যান্য কার্যক্রম শুরু করা হবে।

এদিকে ক্ষমতাসীন দল থেকে কে হচ্ছেন চেয়ারম্যান প্রার্থী তা নিয়ে কর্মীদের মধ্যে চলছে নানা গুঞ্জন। যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা আবদুল মজিদের নাম জোরেসোরে শোনা যাচ্ছে। এর বাইরে সাবেক এমপি খালেদুর রহমান টিটো, সাবেক এমপি খান টিপু সুলতান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের নামও উচ্চারিত হচ্ছে কর্মী সমর্থকদের মধ্যে। আর বর্তমান জেলা পরিষদ প্রশাসক শাহ হাদীউজ্জামান বয়সের ভারে নুব্জ্য হওয়ায় তার নির্বাচন করার আগ্রহ নেই বলে দলের একটি সূত্র দাবি করেছে।

সূত্র মতে, সরকারের একটি গোয়েন্দা সংস্থা যশোর জেলা পরিষদের এসব প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে প্রেরণ করেছে। ওই তালিকায় যশোর সদর আসনের সাবেক এমপি খালেদুর রহমান টিটোর নাম উপরে রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। এদিকে যশোর জেলা আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, কেন্দ্র থেকে প্রার্থীদের নাম সিলেক্ট করে দেওয়া হতে পারে। যদি তাই হয় তাদের পক্ষ থেকে আবদুল মজিদ ও পীযুষ কান্তি ভট্টাচার্য্যে নাম প্রেরণ করা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, কেন্দ্র থেকে প্রার্থী নির্ধারণ করে দেবেন বলে জানতে পেরেছি। আমি চেয়ারম্যান পদে দলের কাছে মনোনয়ন চাইবো।

অপরদিকে সাবেক এমপি খালেদুর রহমান টিটো এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। আর কর্মীরা প্রার্থী হতে চাপ দিচ্ছেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আবদুল মজিদ। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের পরে তিনি এ বিষয়ে মতামত দিবেন বলে মুঠোফোনে আলোকিত বাংলাদেশকে জানিয়েছেন।#




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

নির্বাচন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই