তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ঝিনাইদহে যাত্রা ফেডারেশনের সম্মেলন সম্পন্ন

ঝিনাইদহে যাত্রা ফেডারেশনের সম্মেলন সম্পন্ন
[ভালুকা ডট কম : ১৪ অক্টোবর]  
যাত্রা হোক আমাদের প্রতিদিনের পারিবারিক বিনোদন এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার শিশু একাডেমী মিলনায়তনে যাত্রা ফেডারেশনের ঝিনাইদহ জেলা সম্মেলন সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যাত্রা ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি মৃনাল কান্তি ভট্টাচার্য। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যাত্রা ফেডারেশনের সাধারন সম্পাদক ও সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট হাসান কবির শাহীন। সভাপতিত্ব করেন কনক কান্তি দাস।

আলেচনা সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে কনক কান্তি দাস সভাপতি,ফয়েজুল্লাহ ফয়েজ সাধারন সম্পাদক ও শেখ রুহুল আমিনকে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এই শিল্প এক সময় সবাইকে উজ্জীবিত করেছে। সেই শিল্প আজ মৃত্যুর দরজায় এসে মুখ থুবড়ে পড়েছে এবং হতাশার ক্রান্তিলগ্নে যাত্রাশিল্প। তাই যাত্রাকে আমরা সাংস্কৃতিক অবিচ্ছেদ্য অংশ হিসেবে আবারো উপস্থাপন করতে চাই সাধারন্যে স্যাটেলাইটের এই ডিজিটাল যুগে।

একজন বাবা যেন সন্তানকে নিয়ে অথবা একটি শিশু তার বাবাকে নিয়ে অনায়াসেই যেন বলতে পারে ‘চলো যাত্রা দেখতে যাই’। যাত্রাকে অবশ্যই সে অবস্থায় ফিরিয়ে আনতে হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

বিনোদন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই