তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

বদলগাছী থানা পুলিশের কান্ড জব্দকৃত ২০লাখ টাকার চামড়া ৩ লাখ টাকায় ঘরোয়া নিলাম

বদলগাছী থানা পুলিশের কান্ড জব্দকৃত ২০লাখ টাকার চামড়া ৩ লাখ টাকায় ঘরোয়া নিলাম
[ভালুকা ডট কম : ২৫ অক্টোবর]
নওগাঁর বদলগাছী উপজেলার মালঞ্চা গ্রামের এক বাড়িতে ভারতে পাচারের উদ্দেশ্যে জমা রাখা জব্দকৃত ১৫০০ পিস গরুর চামড়া যার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা তা ঘরোয়া ভাবে লোক দেখানো নিলামের মাধ্যমে মাত্র ৩ লক্ষ ৫ হাজার টাকায় বিক্রি করেছেন বদলগাছী থানা পুলিশ।

সরকারি দলের স্থানীয় নেতার্কমী ও এমপির লোকজন সহ পুলিশ প্রশাসন যৌথভাবে যোগসাজসে এমনটি করেছে বলে জানা গেছে। এমনকি নিকোজেশনের মাধ্যমে নিলামের পর পাহাড়পুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের অফিসরুমে প্রকাশ্যে টাকা ভাগবাটোয়ারা হয়েছে বলেও জানা গেছে।

জব্দকৃত  চামড়া নিলামে বিক্রয়ের জন্য আদালত পুলিশকে আদেশ দিলে পচনের অজুহাত দেখিয়ে চামড়া ব্যবসা সংক্রান্ত কাউকে না জানিয়ে গত সোমবার এক প্রকার গোপনে নিলামের আয়োজন করেন বদলগাছী থানা পুলিশ । আর এ নিলামে ঐতিহাসিক পাহাড়পুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান কিশোর হোসেনের নেতৃত্বে নিকোজেশনের মাধ্যমে সর্বোচ্চ ডাককারী হিসেবে আশরাফুল ইসলামের নিকট ৩ লাখ ৫ হাজার টাকা মূল্যে বিক্রি করা হয় । অথচ এই চামড়ার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এতে সরকার যেমন রাজস্ব হারাল তেমনি আবারও ওই চামড়ার পাচারের আশংকা থেকে গেল।

সে কারনে মঙ্গলবার নওগাঁ জেলা চামড়া ব্যাবসায়ী গ্রুপের সভাপতি মো: মোমতাজ হোসেন বাদী হয়ে পুনরাই স্বচ্ছ নিলামের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর দুইটি পৃথক অভিযোগ করেন ।

এবিষয়ে মোমতাজ হোসেন এর সঙ্গে কথা বললে তিনি জানান,বদলগাছী থানা পুলিশের উপর নিলামের দায়িত্ব ছিল নিলামের আয়োজন করার । তারা চামড়া ব্যাবসায়ি কাউকে না জানিয়ে এক প্রকারে গোপনে নিলাম দিয়েছে যা সর্ম্পন অবৈধ। চামড়াগুলো যিনি কিনেছে, তিনি কোন চামড়া ব্যাবসায়ী নন। এছাড়া লাইন্সেন ছাড়া কেউ চামড়া কেনার এখতিয়ার রাখেনা । তিনি আরও জানান,আমার মনে হচ্ছে যে চামড়াগুলো যাদের ছিল তাদের কাছেই বিক্রয় করা হয়েছে শুধু নাম পরির্বতনের মাধ্যমে ।এছাড়াও তিনি পূর্বের নিলাম বাতিল করে পুনরাই  স্বচ্ছ নিলামের দাবী করেন ।

টাকা ভাগবাটোয়ারা বিষয়ে পাহাড়পুর ইউপির নব র্নিবাচিত চেয়ারম্যান কিশোর হোসেনকে প্রশ্ন করা হলে জানান, এখানে কোন টাকা ভাগবাটোয়ারা হয়নি বলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে মোবাইল সংযোগ কেটে দেন এবং পরে অনেক চেষ্টা করলেও আর ফোন ধরেনি।

বদলগাছী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: জালাল উদ্দীন জানান,চামড়া পচনশীল তাই আদালতের আদেশে দ্রুত নিলাম দেওয়া হয়েছে। তিনি আরো বলেন এসব অভিযোগ সত্য না সর্ম্পন স্বচ্ছতার ভিত্তিতে নিলাম দেয়া হয়েছে।

সাপাহারে সৃষ্টি একাডেমীর পরীক্ষার ফলাফল ও জেএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সৃষ্টি একাডেমীর ৩য় সেমিস্টার পরীক্ষার ফলাফল ও জেএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সৃষ্টি একাডেমী চত্ত্বরে ৩য় সেমিস্টার পরীক্ষার ফলাফল ও জেএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়া। সৃষ্টি একাডেমীর প্রধান শিক্ষক ইসফাত জেরিন মিনার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, সাংবাদিক তছলিম উদ্দীন, সৃষ্টি একাডেমীর সহকারী শিক্ষক জুয়েল রহমান প্রমুখ। এ সময় সেখানে একাডেমীর সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ অসংখ্য অবিভাবকগণ উপস্থিত ছিলেন। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই