তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

দেশ এখন উন্নয়নের মহাসড়কে- প্রতিমন্ত্রী চুমকি

দেশ এখন উন্নয়নের মহাসড়কে- প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি
[ভালুকা ডট কম : ১১ জানুয়ারী]
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শণই হচ্ছে বাংলাদেশের উন্নয়ন। আর এ কারনেই দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এ উন্নয়নের গতি কেউ রোধ করতে পারবে না।

তিনি বুধবার বিকেলে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের সহযোগীতায় উপজেলা প্রসাশন কতৃক আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, দেশে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, হিজড়া ভাতা, প্রতিবন্ধি ভাতা, দলিত সম্প্রদায়ের ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ প্রায় সব ধরণের ভাতা চালু করেছেন বর্তমান সরকার। কারণ বঙ্গবন্ধু কন্যা প্রমান করেছেন প্রকৃত মানুষের হাতে নেতৃত্ব গেলে গুণীজনরা সম্মানীত হয়।  

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, গাজীপুর জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য শফিউল কাদের নান্নু, ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমূখ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই