তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভারতের ভুবনেস্বর প্রশিক্ষণে বাংলাদেশের ১৮ অ্যাথলেট

ভারতের ভুবনেস্বর প্রশিক্ষণে বাংলাদেশের ১৮ অ্যাথলেট
[ভালুকা ডট কম : ১৭ জুন]
ভারত অ্যাথলেটিক ফেডারেশনের নিমন্ত্রণে ২৫দিনের প্রশিক্ষণে ভুবনেস্বরে রওনা দিয়েছেন বাংলাদেশের ১৮ অ্যাথলেট। এ দলে ঠাঁই করে নিয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের কন্যা সুসমিতা ঘোষ। তিনি গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সক্রিয় স্বজন ও বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত।উপজেলার রামগোপালপুর ইউনিয়নের সাধন ঘোষ ও শিবানী ঘোষের কন্যা। ২২তম এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে ১০০ মিটার ও ২০০ মিটারে ১ম স্থান অর্জন করায় এ প্রশিক্ষণে অংশ গ্রহণের সুযোগ লাভ করে।

জুলাই মাসে ভারতের ভুবনেস্বরেই অনুষ্ঠিত হবে ২২তম এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ। এ খেলার পূর্বে এই প্রশিক্ষণ হওয়ায় প্রতিযোগিতার আগাম প্রস্তুতিও নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ অ্যাথলেট। অ্যাথলেটিক ফেডারেশন উম্মুক্ত ট্রায়ালের মাধ্যমে প্রথমে ১০ জন ছেলে ও ৪ মেয়ে অ্যাথলেট বাছাই করেন। উন্মুক্ত ট্রায়ালের সময় দেশের বাহিরে থাকায় পরবর্তীতে দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ, স্প্রিন্টার আবদুর রউফ, বাংলাদেশ সেনাবাহিনীর দৌড়বিদ কামরুল ইসলাম এবং বাংলাদেশ নৌবাহিনীর স্প্রিন্টার সোহাগী আক্তারকে ট্রায়ালের মাধ্যমে ১৮জনের দলে বাছাই করা হয়। বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবীর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু’র অক্লান্ত পরিশ্রম ও একান্ত প্রচেষ্টায় বৃহৎ আসরে প্রশিক্ষণের সুযোগ পেলেন বাংলাদেশের ১৮ অ্যাথলেট।

ভুবনেশ্বরের পথে প্রশিক্ষণের জন্য রওনা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জেসমিন আক্তার, সুসমিতা ঘোষ, সুমি আক্তার, মোঃ কামরুল, মোঃ মাসুদ রানা, মোঃ সাজ্জাত হোসেন, মোঃ শরিফুল ইসলাম, বাংলাদেশ নৌ বাহিনীর মেজবাহ আহম্মেদ, সোহাগী আক্তার, মোঃ আলামিন, মো: মাসুদ খান আরিফ, মো ইসমাইল, আলমগীর হোসেন, মোঃ ইমরান কাজী, মোঃ আব্দুর রউফ, মোঃ মাহফুজুর রহমান, বর্ডার গার্ড বাংলাদেশের মো:কিবরিয়া ও মোঃ হেমায়েত। এ দলে আরো যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোচ মাহবুবা হোসেন বেলী, বাংলাদেশ নৌ বাহিনীর কোচ মোঃ রফিকুল ইসলাম ও বাংলাদেশ বিমান বাহিনীর কোচ মোঃ হাফিজুর রহমান।

বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে অ্যাথলেটিক্সের জাগরণ শুরু হয়েছে। এর আগে এতো বিপুল সংখ্যক খেলোয়াড় একসাথে প্রশিক্ষণের সুযোগ পায়নি। মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মুল করতে তারুণ্যশক্তিকে অ্যাথলেটের শক্তিতে পরিণত করার প্রয়াসে সারাদেশে অ্যাথলেটের জোয়ার সৃষ্টি করা হয়েছে।

তিনি আরো জানান, শুক্রবার রাত সাড়ে ১১টায় ভুবনেশ্বরের পথে যাত্রা শুরু করেছে। রোববার তারা পৌঁছবেন। বিদায় জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবীর, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার কোচ মোঃ বশির, বাংলাদেশ নৌ বাহিনীর কোচ মোঃ ফারুক।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

খেলাধুলা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই