তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কবিতা-সত্য ন্যায়ের দল/গরীব হলেও মানুষ

কবিতা-সত্য ন্যায়ের দল/গরীব হলেও মানুষ
[ভালুকা ডট কম : ২০ জুন]
সত্য ন্যায়ের দল
সত্য ন্যায়ের তুলরে তুফান অত্যাচরীর বাধে।
সাবধানে করবি রণ, পরিসনা তার ফাঁদে।
সত্য ন্যায়ের প্রতীক তোরা, সত্য ন্যায়ের দল।
রণ করবি, রণ করবি, চলরে তোরা চল।
অত্যাচারীর শক্তি দেখে করিসনা ত ভয়।
সাহস নিয়ে করবি রণ, তবেই হবে জয়।
হউকনা যতই শক্তিশালী অত্যাচারীর দল।
রণ করবি, রণ করবি, চলরে তোরা চল।
অত্যাচারী ছড়িয়ে গেছে সারা দেশ জুরে।
ভিরুর মত তোরা কেন থাকবি বসে ঘরে।
অন্যায় রোধে করিসনা ভয়, সত্য ন্যায়ের দল।
রণ করবি, রণ করবি, চলরে তোরা চল।
অত্যাচারীর অত্যাচার দেখে থাকবি তোরা বসে।
নিরব হয়ে বসে থাকলে, ফাঁদে পরবি শেষে।
ভিরো হয়ে থাকবি বসে কাপুরুষের দল।
রণ করবি, রণ করবি, চলরে তোরা চল।
বুকে নিয়ে বল, চলরে তোরা চল।
রণ করবি, রণ করবি, চলরে তোরা চল।
সত্য ন্যায়ের দল, চলরে তোরা চল।
রণ করবি, রণ করবি, চলরে তোরা চল।#

গরীব হলেও মানুষ
জন্ম নিয়ে অট্টালিকায়, করছ তুমি আহংকার।
তুমি কি, কি তোমার, ভেবে দেখ এক বার।
আকাশ ছোয়া বাড়ী তোমার, বিশ্ব জুরে যশ।
এরি মাঝে আছে কত, গরীব হলেও মানুষ।
গরীব বলে তুমি তারে করছ কত ঘৃণা,
করছ তারে মর্মাহত, ওরে হৃদয় হীনা।
ক্ষণেক প্রীতির তরে, এসেছিল তোমার দ্বারে,
শুন্য হাতে ফিরিয়ে দিলে, মর্মে আঘাত করে
বড় বলে ধরায় তোমার সবার আগে আসন।
বলছ তোমার চরন তলে আছে কত জন।
আহংকারের লোভে পরে, দিচ্ছ তাদের অপবাদ।
গরীব বলে তাইত তারা, করছে না তার প্রতিবাদ।
তোমাদের গড়া এমন বিধান, ভাংগতে যাবে সাধ্য কার।
গরীব হলেও আছে যে তার, বেচে থাকার অধিকার।
অহমিকার ভূষন তোমার, বিশ্ব জুরে যশ।
এরি মাঝে আছে কত গরীব হলেও মানুষ।

বার্তা প্রেরক
লেখক- আবুল কালাম আযাদ
মল্লিকবাড়ী-ভালুকা

                                                         



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

সাহিত্য পাতা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই