তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কবিতা-মেঘের ওপারে বাড়ী

কবিতা-মেঘের ওপারে বাড়ী
[ভালুকা ডট কম : ২৪ সেপ্টেম্বর]
আমি মেঘ হয়ে হয়তো
হাওয়ার সাথে ভাসতে ভাসতে
চলে যাবো কোনো একদিন
দূর থেকে বহুু দূরে   ।।

শত চেষ্টা করেও সেদিন
হয়তো তোমরা কেউ আর
পাবেনা আমার খুজ,
হয়তো জানতেও পারবেনা কখনো
কোথায় আছি কেমন আছি  ।।

তারপর হয়তো তোমাদের
কোনো একদিন থেকে,
মনে পরবেনা কখনো আমার
স্মৃতি চিহ্নর কথা টুকুও  ।।

আমি জানি একদিন তুমি
খুব মিস করবে আমায়,
খুব খুজবে হয়তো আমায়,
সেদিন না আমার তুমি
স্মৃতি টুকু ধরে রেখো  ।।

সাঝের বেলায় নিবো নিবো আলোতে
হয়তো আর ভাববেনা কেউ আমায়,
কারন আমার যে থাকবে তখন
মেঘের ওপারে বাড়ী  ।।
            ***



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

সাহিত্য পাতা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই