তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে আমন ধানে মাজরা পোকা ও নেকব্লাস্টা রোগে আক্রমন

গফরগাঁওয়ে আমন ধানে মাজরা পোকা ও নেকব্লাস্টা রোগে আক্রমন
[ভালুকা ডট কম : ০৯ অক্টোবর]
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রোপা আমন ক্ষেতে হরে মাজরা পোকা,পাতামোড়ানো পোকা ও নেকব্লাস্টা(ধান গাছের গোড়া পচা)রোগে ছড়িয়ে পড়েছে।আমন ধানে ব্যাপক হারে রোগ বালাই ছড়িয়ে পড়ায় কৃষকদের মরার উপর খড়ার দেখা দিয়েছে।এতে আমন উৎপাদন ব্যহত হওয়ার আশংকা দেখা দিয়েছে।

উপজেলা কৃষি অফিস জানায়,এবছর গফরগাঁও উপজেলায় ২২ হাজার হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে।তার মধ্যে উফসি ১৭ হাজার ৪শ’৯০ হেক্টর এবং স্থানীয় জাতের ৪ হাজার ৯শ’৯০হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে।বন্যা ও দীর্ঘ স্থায়ী অকাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকরা আশায় বুক বেধে রোপা আমন আবাদ করেছিল।আমন ধান গুলো লকলকিয়ে সবুজের সমারহে ভরে গিয়েিেছল কৃষকের জমি।কিন্তু রোপা আমন ধানে পোকা এবং নেকব্লাস্টা রোগে আক্রমনের ফলে কৃষকরা এখন দিশেহারা হয়ে পড়েছেন।কৃষকরা আমন ক্ষেতে কীটনাশক ব্যবহার করার পর কোনো প্রতিকার পাচ্ছেনা।মাজরা পোকা,পাতা মোড়ানো পোকার আক্রমন ও নেকবাস্টার রোগে(ধান গাছের গোড়া পচা)আক্রান্ত গফরগাঁও উপজেলার কৃষকদের শত শত হেক্টর জমির আমন ধান এখন নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।এপরিস্থিতিতে ক্ষেতে সেচ,সার ও কীটনাশক খরচ বেশি পড়ায় এবার আমন আবাদ থেকে কৃষকদের উৎপাদন খরচ ওঠানোই অসম্ভব  হয়ে পড়বে।

শিলাসী গ্রামের কৃষক আমগীর জানান,তার নিজের কোনো ফসলের জমি নেই।অন্যের ৪৫ শতাংশ জমি বর্গা নিয়ে আমন ধান চাষ করেছে।কিন্তু পোকা ও গাছের ড়োড়া পচা রোগে ধান নষ্ট হয়ে যাচ্ছে।কৃষকরা জানান.আমন ক্ষেতে তিন ধরণের পোকার আক্রমন বেশী দেখা দিয়েছে।মাজরা পোকা ,পাতা মোড়ানো ও বাস্টার রোগ ধান(গাছের গোড়া পচা)।এতে আমন ধানের গাছের পাতা ও ডগা লালচে হয়ে ধান গুছা মরে যাচ্ছে।

যশরা উইনিয়নের পালইকান্দা গ্রামের কৃষক সেলিম মিয়া অভিযোগ করে বলেন,রোপা আমন ক্ষেতে ব্যাপক হারে পোকার আক্রমন দেখা দেওয়ার পরও এলাকায় কোনো উপজেলা কৃষি কর্মকর্তার দেখা মেলেনি।ফসলের মাঠে কৃষি কর্মকতৃাদের দেখা না পেয়ে হাটে-বাজারের কীটনাশক ডিলারদের কাছ থেকে পরামর্শ গ্রহন করতে হচ্ছে কৃষকদের।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এস.এস ফারহানা হোসেন বলেন,রোপা আমন ক্ষেতে পোকা ও বাস্টার রোগ প্রতিরোদের জন্য পটাসিয়াম স্প্রে এবং কীটনাশক স্প্রে করার কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

কৃষি/শিল্প বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই