তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে গোলাম মোস্তফা

ভালুকায় পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে গোলাম মোস্তফা
[ভালুকা ডট কম : ২২ জানুয়ারী]
ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে নারী শিক্ষায় দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন বিশেষ করে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে নারী শিক্ষায় অধিক হারে গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষক ও অভিভাবক মহলের এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন নারীদের যুগ্যতানুযায়ী রাষ্ট্রের সকল কার্যক্রমে নিয়োগ করা হচ্ছে যা দেশের নারী সমাজের জন্য কর্মসংস্থান হচ্ছে।

দুপুরে উপজেলার মল্লিকবাড়ী পূর্বপাড়া ইসলামীয়া দাখিল বালিকা মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের/১৮ বিদায় অনুষ্টানে সভাপতির বক্তৃতায় তিনি এ সব কখা বলেন। এ তে অন্যানের মাঝে বক্তব্য রাখেন মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম আকরাম হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা আফিসার মোহাম্মদ চাঁন মিয়া, দখিল পরীক্ষার্থী রোকসানা আক্তার, ৮ম শ্রেনীর ছাত্রী মারিয়া আক্তার, মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ চাঁন মিয়া ও মাদরাসার সুপার মাও: আবুল কালাম।

প্রকাশ বিগত জেডিসি পরীক্ষায় ফলাফলে উপজেলার ১ম স্থান অধীকারী এই মাদরাসা থেকে চলতি বৎসর ২৯ জন ছাত্রী দাখিল পরীক্ষায় অংশ নেবে। এর আগে মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলম মোস্তফা মাদরাসার ৩ কক্ষ বিশিষ্ট ৬০ফুট দর্ঘ্য ও ২২ ফুট প্রস্ত একটি ভবনের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেণ। ভবনটি নির্মানে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের তদারকিতে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এতে উপজেলা পরিষদের স্থানীয় রাজস্ব তহবিল থেকে ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই মাদরাসায় অবকাঠামোগত ভবন সংকট ও বেঞ্চের সংকট রয়েছে। উপজেলায় মাদরাসাটির শিক্ষার মান উন্নতবলে সুপার দাবী করেছেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই