তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রাবিতে শিবগঞ্জ উপজেলা সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

রাবিতে শিবগঞ্জ উপজেলা সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
[ভালুকা ডট কম : ১৮ ফেব্রুয়ারী]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবগঞ্জ উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) ছাত্রকল্যান সমিতির উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সুখরঞ্জন সমাদ্দার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন বরণ বিদায় শেষে সমিতির বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়।  বনভোজনে পৃষ্ঠপোষকতা করেন উপজেলার কৃতি সন্তান ময়মনসিংহ জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় এবং সমিতির সভাপতি ইউসুফএর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম, বিশ্ববিদ্যালয় সাবেক প্রক্টর ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: এনামুল হক, গনযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, রাষ্টবিজ্ঞান বিভাগের অধ্যাপক আমিনুর রহমান, আরবী বিভাগের প্রফেসর সেতাউর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মাইনুল ইসলাম, চারুকলা বিভাগের প্রফেসর বিলকিশ বেগম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক সুযোগ –সুবিধা রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে শিক্ষার পাশাপাশি তোমাদেরকে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। দেশ ও জাতি গঠনে তোমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরো বলেন, এ সমিতিকে টিকেয়ে রাখতে হলে তোমাদেরকে ভ্রাতৃতের বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। সমিতির কার্যক্রমকে গতিশীল করতে হলে বিভিন্ন শিক্ষামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন, বিভিন্ন ধরনের সেমিনার এর কর্মসূচী গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রাইহান বাপ্পী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামীম আহমেদ, সমিতির সভাপতি গৌড় কর্মকার, লাল গোলাপের স্টাপ রিপোর্টার ও সাবেক শিক্ষার্থী আশাদুল হক, ছাত্রলীগের সহ-সভাপতি জসীম উদ্দিন প্রমুখ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই