তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

ভালুকায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
[ভালুকা ডট কম : ২৫ এপ্রিল]
ভালুকা উপজেলার গোয়ারী, রাংচাপড়া, ভাটগাঁও, কংশেরকুল, মাহমুদপুর, ধীতপুর ও ভালুকাসহ আশপাশের অন্যান্য গ্রামের উপর বুধবার বিকেলের ছোট বড় প্রচুর শিলাবৃষ্টি ও মাঝারী ধরেনের ঝড় বয়ে যায়। শিলায় পাকা ও আধাপাকা বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি ঝড়েও কোন কোন এলাকায় ঘর-বাড়ি ও গাছপালার ক্ষতি হয়েছে।

উপজেলার মাহমুদপুর সায়েরা সাফায়ের স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এসএম ওয়াসেক আল আমীন শিপন জানা, বুধবার বিকেলে শিলাপাতের সময় আমি কলেই ছিলাম। প্রথম দিকে ছোট ও পরে বড় বড় আকৃতির শিলা পড়ে। এক পর্যায়ে আমাদের কলেজ মাঠটি শিলায় সাদা হয়ে যায়। উপজেলা গোয়ারী গ্রামের সংবাদকর্মী আলমগীর হোসেন ও আশীত নন্দী জানান, শিলায় উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের ধারণা এবারের শিলায় অর্ধেক ধান ঝরে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল জানান, বুধবার বিকেলের শিলায় পাকা ধানের যথেষ্ট ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমান তাৎক্ষনিক ভাবে বলা যাচ্ছেনা।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই