তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকার হাজিরবাজার এলাকায় বনের জমিতে বাড়ি নির্মাণ

ভালুকার হাজিরবাজার এলাকায় বনের জমিতে বাড়ি নির্মাণ
[ভালুকা ডট কম : ২৬ এপ্রিল]
ভালুকায় বনবিভাগের জমি দখল করে নিজাম উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাজিরবাজার এলাকার ধামশুর মৌজার ১২১৭ নম্বর দাগে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই দাগে স্থানীয় মাজম আলীর ছেলে নিজাম উদ্দিন বনবিভাগের গেজেটভূক্ত প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা মূল্যের চার শতাংশ জমি দখলে নিয়ে রঙিন টিন দিয়ে বাড়ি নির্মাণ করেছেন। অভিযুক্ত নিজাম উদ্দিনের শ্বশুর মো: তারা মিয়া জানান, তার জামাতা স্থানীয় সালাউদ্দিন ঢালীর কাছ থেকে বেশ কয়েক বছর আগে জমিটি ক্রয় করেন।

স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই এলাকার সাবেক মেম্বার শাহাব উদ্দিন কুমার অভিযুক্ত নিজাম উদ্দিনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বনবিভাগের স্থানীয় বনক্যাম্পের লোকদের ম্যানেজ করে বাড়িটি নির্মাণ করে দিয়েছেন।

এ ব্যাপারে ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: হাবিব উল্লাহ জানান, হাজিরবাজার বনক্যাম্পের দায়িত্বে থাকা মোস্তাক আলমকে সরেজমিনে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেলে অভিযুক্ত ব্যক্তি বিরুদ্ধে মামলা করে তাকে অবহিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই