তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

শার্শায় নিয়মনীতি উপেক্ষা করে সরকারী বই খাতা বিক্র

শার্শায় সরকারী বই খাতা বিক্রয়ের সময় জনতার হাতে ধরা খেলেন প্রধান শিক্ষক
[ভালুকা ডট কম : ৩১ মে]
যশোরের শার্শায় সকালে সরকারী বই খাতা বিক্রয়ের সময় স্থানীয় জনতার হাতে ধরা খেলেন শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম। সরকারী নিয়মনীতি উপেক্ষা করে বিদ্যালয় পরিচালনা পরিষদের কাউকে না জানিয়ে ঐ বিদ্যালয়ের পুরাতন বই খাতা বিক্রয় করে লক্ষাধীক টাকা হাতিয়ে নিয়েছেন ঐ শিক্ষক।ইতি পূর্বে এ প্রধান শিক্ষক যশোর শিক্ষা বোর্ডের খাতা এভাবে বিক্রয় করার সময় প্রশাসনের হাতে ধরা পড়ে। আজও তার কিছুই হয়নি।

এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।ঘটনাটি এলাকার অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। কিভাবে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের অর্থলোভী শিক্ষক দিনের পর দিন অসৎ কর্মকান্ড করে যাচ্ছে। এমন হীনমনোস্ক শিক্ষকের কাছ থেকে আগামী প্রজন্ম কি শিখবে সেই চিন্তা ভাবনায় এখানকার সচেতন অভিভাবকগন।

তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যদি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ দৃষ্টান্তমূলক ব্যবস্থা না হয় তাহলে বিষয়টি উর্দ্ধেতন কতৃপক্ষের কাছে এখানকার সচেতন মহল এবং অভিভাবকগন কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য স্মারকলিপি প্রদান করবে।

এব্যাপারে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলে উন্নয়নের জন্য বই খাতা বিক্রি করেছি। বিষয়টি আপনাপরা একটু ম্যানেজ করে নেন। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই