তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকার তাজনুর এর স্কাউটস প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড অর্জন

ভালুকার তাজনুর এর স্কাউটস প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড ২০১৮ অর্জন
[ভালুকা ডট কম : ০৪ জুলাই]
বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড -২০১৮ আর্জন করলেন ভালুকার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী তাজনুর আক্তার।জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত চূড়ান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৩ জুলাই,২০১৮ ( মঙ্গলবার) বাংলাদেশ স্কাউটস এর প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড প্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করা হয়। এতে স্থান করে নেন ভালুকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তাজনুর আক্তার।

প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড অর্জন করায় তাজনুর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, আমার এ পদক পাওয়ার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে প্রধান শিক্ষক আনোয়ারা নীনা ম্যাডাম। এছাড়াও ময়মনসিংহ জেলা স্কাউটস এর শিক্ষক মোকাররম স্যারের দিক-নির্দেশনাও ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমার বাবা-মা ও স্কাউটস এর শিক্ষকও অনেক উৎসাহ জুগিয়েছেন। আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, আমার বিদ্যালয়ের শিক্ষার্থী তাজনুর বাংলাদেশ স্কাউটস এর প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড অর্জন করায় আমি খ্বুই আনন্দিত ও গর্বিত। তাজনুর খুবই মেধাবী ও কঠোর পরিশ্রমী। সে আমাদের দিক-নির্দোশনা যথাযথভাবে পালনের চেষ্টা -সাধনা করেছে। যার ফলে আজ বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ সম্মাননা অর্জন করতে পেরেছেন।

ময়মনসিংহ জেলা স্কাউটস এর শিক্ষক মোকাররম হোসাইন বলেন, তাজনুর অসাধারণ প্রতিভার অধিকারী। তাকে আমি যেভাবে দিক-নির্দেশনা দিয়েছি, সে যথাযথভাবে পালনের চেষ্টা করেছে। সে আমার ক্লাসে খুবই মনোযোগী ছিল। কোনো বিষয় বুঝতে না পারলে সাথে সাথেই প্রশ্ন করে বুঝে নিত। আমি প্রথম থেকেই তাকে নিয়ে আশাবাদী ছিলাম। তার চেষ্টা-সাধনা আজ সফল হয়েছে।

উপজেলা স্কাউটস এর সম্পাদক আইয়ুব খান সন্তুষ্টি প্রকাশ করে বলেন তাজনুর আমাদের গর্ব। সে এমনিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাক। তার মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। প্রতিভাকে কাজে লাগিয়ে জীবনে অনেক বড় হোক।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই