তারিখ : ০২ মে ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় ঐক্যফ্রন্ট প্রার্থী সহ ১৩০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা,গ্রেফতার ৫

ভালুকায় ঐক্যফ্রন্ট প্রার্থী সহ ১৩০ নেতা কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা,গ্রেফতার ৫  
[ভালুকা ডট কম : ২৬ ডিসেম্বর]
ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু সহ ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮শত নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ২৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে মামল দায়ের করেছেন ভালুকা মডেল থানা পুলিশ।

এ ঘটনায় ৫ জন কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পেরন করেছেন। গ্রেফতার কৃতরা হলেন, পৌর শ্রমিক দলের আহব্বায়ক সৌমিক আহসান সোহাগ, সাইজুদ্দিন, মফিজুল, মাফুজ ও মাজাহারুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঐক্য ফ্রন্টের মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি ভিক্ষোব মিছিল বেড় করলে পুলিশ তাতে বাঁধা দেয়। এ সময় বি,এন,পির নেতা কর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। পুলিশ ঘটনা স্থল থেকে ৫ নেতা কর্মীকে আটক করে। ওই দিন রাতে ভালুকা মডেল থানার এস,আই জহিরুল হক বাদী হয়ে পুলিশের কর্তব্য কাজে বাঁধা গাড়ি ভাংচুর ও সাংবাদিক শাহজাহান সেলিমের উপর হামলার ঘটনায় ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু সহ ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮শত নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

ভালুকা মডেল থানার অফিসার ওসি তদন্ত মাজাহারুল ইসলাম জানান, এঘটনায় ৫ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই