তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় সরকারী রাস্তা ও বনের জমি উদ্ধার

ভালুকায় সরকারী রাস্তা ও বনের জমি উদ্ধার    
[ভালুকা ডট কম : ০২ জানুয়ারী]
ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের সরকারী রাস্তা ও বনের জমি জবরদখল করে বাড়ি নির্মাণ শুরু করলে তা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে উদ্ধার করে স্থানীয় ইউ.পি চেয়ারম্যান ও বন বিভাগ। ঘটনাটি ঘটেছে ০২ জানুয়ারী বুধবার দুপুরে।

জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামের খন্দকারপাড়া সড়কের ৬ ফুট সরকারী রাস্তা দখল ও বন বিভাগের জমি দখল করে ওই গ্রামের দুলু মিয়া বাড়ি নির্মাণ কাজ শুরু করে। স্থানীয় ইউ.পি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু ঘটনা স্থলে উপস্থিত হয়ে বাড়ি নির্মাণে বাঁধা দেয়। চেয়ারম্যানের বাঁধা উপেক্ষা করে দুলু মিয়া বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যায়। ঘটনার দিন দুপুরে স্থানীয় ইউ.পি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু ও ইউ.পি মেম্বার খলিলুর রহমান, হাবিবুর রহমান ও ওয়ার্ড আ’লীগ নেতা বুলবুলসহ গ্রাম পুলিশদের নিয়ে তা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে সরকারী রাস্তা উদ্ধার করে। ওই ঘটনার খবর পেয়ে স্থানীয় বন বিভাগের লোকজন বন বিভাগের হবিরবাড়ী মৌজার ১১০ দাগে বাকী টুকু ভেঙ্গে বনের জমি উদ্ধার করেন।

অভিযুক্ত দুলু মিয়া জানান, আমার রেকর্ডীয় জমিতে বিট কর্মকর্তা আব্দুর রফিকের সাথে যোগাযোগ করে আমি বাড়ি নির্মাণ করছি। তবুও বন বিভাগের লোকজন তা ভেঙ্গে দেয়। হবিরবাড়ী বিটের বিট কর্মকর্তা আব্দুর রফিক যোগা যোগের কথা অস্বীকার করে তিনি বলেন, বনের জমি দখল করে বাড়ি নির্মাণ শুরু করলে কিছু অংশ ভাংচুর করা হয়েছে।

স্থানীয় ইউ.পি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু জানান, সরকারী রাস্তা দখলে নিয়ে বাড়ি নির্মাণ কাজ শুরু করলে আমি বাঁধা দেই। বাঁধা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে গেলে ঘটনা স্থলে উপস্থিত হয়ে তা ভেঙ্গে সরকারী রাস্তা উদ্ধার করি।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই