তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় সেই হত্যা মামলায় ছোট ভাই স্কুল শিক্ষক রিমান্ডে

ভালুকায় সেই হত্যা মামলায় ছোট ভাই স্কুল শিক্ষক রিমান্ডে
[ভালুকা ডট কম : ২৮ অক্টোবর]
ভালুকা উপজেলায় থাকার ঘর থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছিল। পরের দিন নিহতের স্ত্রী অজ্ঞাত আসামি করে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এই ঘটনার ১৯ দিন পর নিহতের ছোট ভাই রমজান আলী সরকারকে আটক করে পুলিশ। এরপর ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদনসহ তাঁকে আদালতে পাঠায় পুলিশ। আদালত ওই দিন রিমান্ড শুনানি না করে পরবর্তি দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এরপর আজ সোমবার শুনানী শেষে আদালত দুই দিনের রিমান্ড মুঞ্জুর করেন।

রমজান আলী নিহত মহসিন সরকারের ছোট ভাই। তাঁদের বাবার নাম আইয়ূব আলী সরকার। রমজান আলী সরকার ঝালপাঁজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ঝালপাঁজা গ্রামের নন্দিপাড়া এলাকার পৈতৃক পুরোনো বাড়িতে মহসিন সরকার একাই থাকতেন। তাঁর স্ত্রী এক ছেলে ও মেয়েকে নিয়ে ময়মনসিংহ শহরে থাকেন। গত ৩ অক্টোবর দুপুরের দিকে গোয়াল ঘরে গরুর ডাক শুনে পাশের বাড়ির এক ব্যক্তি মহসিনের বাড়িতে যান। সেখানে কাউকে না পেয়ে মহসিনের থাকার ঘরের দরজা কিছুটা খোলা পেয়ে ভেতরে ঢুকে দেখেন, খাটের ওপর মহসিনের হাত পা-বাঁধা, গলায় নামাজের রুমাল প্যাঁচানো। এই বিষয়টি আশপাশের বাসিন্দাদের জানান তিনি। পরে ভালুকা মডেল থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। পরের দিন নিহতের স্ত্রী অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন ভালুকা মডেল থানায়। এই ঘটনার ১৯ দিন পর গত মঙ্গলবার রাতে নিহতের ছোট ভাই রমজানকে আটক করে পুলিশ। পরের ওই হত্যা মামলায় রমজানকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদনসহ তাঁকে আদালতে পাঠায় পুলিশ। আদালত পরবর্তি দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এরপর আজ সোমবার শুনানী শেষে দুই দিনের রিমান্ড মুঞ্জুর করেন আদালত।

এ বিষয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, রমজান আলী সরকারের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালত শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় স্থানীয় মোঃ আনোয়ার নামের আরেক ব্যক্তি কারাগারে রয়েছেন।#  



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই