তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে ১৮পরিবার পাচ্ছেন নতুন ঘর

গফরগাঁওয়ে ১৮পরিবার পাচ্ছেন মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নতুন ঘর
[ভালুকা ডট কম : ০৫ মার্চ]
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আঠার জন অসহায় দুস্থ পরিবারকে নতুন ঘর পাচ্ছেন।যাদের জমি আছে ঘর নেই এমন অসহায় পরিবার প্রধান মন্ত্রী দেয়া এসব নতুন ঘর উপহার পাচ্ছেন।

দ্ইু কক্ষ বিশিষ্ট এসব নতুন ঘরে রয়েছে একটি টয়েলেট ও একটি রান্না ঘর।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ডিডিএম গফরগাঁও শাখার তত্ত্ববধানে টিআর কাবিখার আওতায় ১৮টি পরিবারের জন্য এসব নতুন ঘর নির্মাণে মোট ব্যয় হচ্ছে প্রায় ৫৪ লাখ টাকা।আগামী ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর গুলো অসহায় পরিবারদের মধ্যে হস্তান্তর করবেন বলে উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা  অফিস সূত্রে জানাযায়।

এবিষয়ে সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামের মোঃ ছফির উদ্দিন তার প্রতিক্রিয়ায় ব্যক্ত করে বলেন,আমার এক খন্ড জায়গা ছিল,কিন্তু ঘর ছিল না।প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে একটি সন্দর ঘর তৈরী করে দিয়েছেন।আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য ফাহীম গোলন্দাজ বাবেলের প্রতি চির কৃতজ্ঞ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান,সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেলের সার্বিক দিক নির্দেশনায় যাদের ৩-৫ শতক জমি আছে কিন্তু ঘর নেই,এমন অসহায় পরিবারকে বাছাই করে দুর্যোগ সহনীয় নতুন ঘর তৈরী করে দেওয়া হচ্ছে।মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর গুলো অসহায় পরিবারদের মধ্যে বিতরণ করা হচ্ছে।এতে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ২লাখ ৯৯ হাজার ৮৪০টাকা।

এছাড়াও উপজেলা ত্রান ও পূর্নবাসন প্রকল্পের আওতায় ১৫কেটি ৮০লাখ ২৭ হাজার ৯০টাকা ব্যয়ে ছোট বড় ৫৭টি ব্রিজ কলভার্ট,৫কোটি ১লাখ ৩৪৮টাকা ব্যয়ে উপজেলার ১৫টি ইউনিয়নের গ্রামাঞ্চল সমূহে এইচবিবি ১১কিলোমিলিটার রাস্তা নির্মাণ,এবং ২টি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম আরও জানিয়েছেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই