তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

সুন্দরবনে বাঘ নিরাপদে আছে-বন ও পরিবেশমন্ত্রী মঞ্জু

সুন্দরবনে বাঘ নিরাপদে আছে-বন ও পরিবেশমন্ত্রী মঞ্জু
[ভালুকা ডট কম : ২৬ অক্টোবর]
বাংলাদেশের বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আশ্বস্ত করে বলেছেন, বর্তমানে সুন্দরবনে বাঘ নিরাপদে আছে। তারা নিয়মিত বংশ বৃদ্ধি করছে।আজ (বুধবার) রাজধানীতে দক্ষিণ এশীয় ওয়াইল্ড লাইফ নেটওয়ার্কের তৃতীয় বার্ষিক সম্মেলন উদ্বোধন করে বনমন্ত্রী বলেন,সুন্দরবন সুরক্ষার কারণে এখন অন্য এলাকা থেকেও বন্যপ্রাণী এখানে বেড়াতে আসছে। সেখানে বাঘ, বানর, হরিণ, সাপ ও অন্যান্য বন্য প্রাণীরা তাদের পর্যটন কেন্দ্র বানিয়ে ফেলেছে।

কয়েকমাস আগে সুন্দরবনে কয়েকদফা আগুন লাগা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বনের কেন্দ্রস্থল থেকে অনেক দূরে এ আগুন লাগায় বন্য প্রাণীদের কোনো ক্ষতি হয় নি।সারা বিশ্বে বন্য প্রাণী নিধন ও পাচার সংক্রান্ত অপরাধ বাড়ছে। বন্যপ্রাণী পাচার হয় বিভিন্ন সীমান্ত পথে। এগুলো অধিক সমূল্যে বিক্রি হয়।

দক্ষিণ এশিয়ার বন্যপ্রাণী নিধন ও পাচার রোধকল্পে ২০১১ সালের ২৯-৩০ জানুয়ারী সার্কভুক্ত আটটি দেশের সরকারি প্রতিনিধিদের সম্মেলনে  এশীয় ওয়াইল্ড লাইফ এনফেআর্সমেন্ট নেটওয়ার্ক গঠন করা হয়। এবার ২৬-২৭ অক্টোবর ঢাকায় এ নেটওয়ার্কের তৃতীয় বার্ষিক সম্মেলন হচ্ছে। সম্মেলন প্রসঙ্গে মন্ত্রী বলেন আমাদের অঞ্চলে এ সংক্রান্ত অপরাধ বন্ধ করতে এ অঞ্চলের দেশগুলোকে একত্রে কাজ করতে হবে। এ ব্যাপারে আইন প্রয়োগও অত্যন্ত জরুরী।

আজকের সভার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ডা. কামাল উদ্দীন এবং সংস্থার চীফ কো-অর্ডিনেটর গোপাল প্রকাশ ভান্ডারী। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই