তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে মুক্ত জলাশয়ে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

গৌরীপুরে মুক্ত জলাশয়ে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
[ভালুকা ডট কম : ১৭ মার্চ]
রাতের আঁধারে বিষ প্রয়োগ করে বিলের মাছ নিধনের পর বিভিন্ন প্রজাতির সেই মাছ বাজারে বিক্রি করে দেয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (১৬ মার্চ) দিনগত রাতে এ মাছ নিধনের ঘটনাটি ঘটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারী গ্রামে কাজীর বিলে।

স্থানীয় লোকজন এ ঘটনার জন্য পার্শ্ববর্তী ডৌহাখলা ইউনিয়নের বাঁশাটি গ্রামের মৃত কাছুম আলীর পুত্র দেলোয়ার হোসেনকে দায়ী করছেন। বারুয়ামারী গ্রামের জমির উদ্দিন, তোতা মিয়া, আফাজ উদ্দিন, পাঞ্জু মিয়া, আব্দুল গণি, আকবরসহ আরো অনেকেই জানান এ বিলের মুক্ত জলাশয় থেকে গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে মাছ ধরে আসছিল। সম্প্রতি বিলের মাছ ধরাকে কেন্দ্র করে দেলোয়ার হোসেনের সাথে গ্রামবাসীর দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাই ঘটনারদিন রাতে সে বিষ প্রয়োগ করে বিলের মাছ নিধনের পর সেই মাছ ধরে বাজারে বিক্রি করে দিয়েছে। এ ঘটনায় দেলোয়ারের হোসেনের মন্তব্য জানা যায়নি । #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই