তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুর পৌর গণ পাঠাগারের যাত্রা শুরু

গৌরীপুর পৌর গণ পাঠাগারের যাত্রা শুরু
[ভালুকা ডট কম : ২৩ সেপ্টেম্বর]
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নিমতলী এলাকায় অনন্ত সাগর দীঘির পাড়ে পৌর গণ পাঠাগারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পাঠাগার কার্যালয়ের শুভ উদ্বোধন করেন গৌরীপুর পৌর গণপাঠাগারের প্রতিষ্ঠাতা পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

পৌর গণপাঠাগারের প্রধান পরিচালক অধ্যাপক মুহাম্মদ আরশাদ আলীর সভাপতিত্বে ও পরিচালক (দপ্তর) আরিফ আহমেদের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ সালেহ উদ্দীন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ম. নূরুল ইসলাম, পাঠাগারের নির্বাহী পরিচালক প্রাবন্ধিক রণজিৎ কর প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি মহসিন মাহমুদ শাহ, সাপ্তাহিক রাজগৌরীপুর পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক ছড়াকার আজম জহিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্যাংক ব্যবস্থাপক কবি আওলাদ হোসেন জসীম, মাওহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র ভৌমিক, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার মো: রফিকুল ইসলাম, গৌরীপুর লেখক সংঘের অর্থ সম্পাদক জয়নাল আবেদীন, রিসেন্ট কমপিউটারের পরিচালক মোমিনুর রেজা বিপ্লব, পৌর গণপাঠাগারের পরিচালনা কমিটির সহ-প্রধান পরিচালক সত্যেন দাস ও বীর মুক্তিযোদ্ধা মুহা. আব্দুল লতিফ, পরিচালক (অর্থ) মো. এমদাদুল হক, পরিচালক (সাংস্কৃতিক) মো. আমীরুল মোমেনীন, সম্মানিত পরিচালক আব্দুল্লাহ আল মামুন, মো. শহীদুল্লাহ ও রাবেয়া খানম প্রমুখ। পরে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন গৌরীপুর চাঁদের হাটের শিল্পীবৃন্দ। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই