তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় ডাক্তারী পরীক্ষা ছাড়া পশু জবাই হুমকির মুখে জনস্বাস্থ্য

ভালুকায় ডাক্তারী পরীক্ষা ছাড়া পশু জবাই হুমকির মুখে জনস্বাস্থ্য
[ভালুকা ডট কম : ৩০ অক্টোবর]
ভালুকা বাজার সহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ৮/১০ টি  কসাইয়ের দোকানে ডাক্তারী পরীক্ষা ছাড়াই পশু জবাই করে ভেজাল মাংস বিক্রি করায় জনস্বাস্থ্য হুমকীর সম্মোখীন হয়ে পরেছে।

গত ২৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে ভালুকা বাজার কসাই পট্রিতে পেটে বাছুরসহ গাভী জবাই করায় লিটন ও মাহবুব নামে দুই সহযোগী কসাইকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করা হয়। ৪ দিন দোকান বন্ধ থাকার পর ২৯ অক্টোবর সোমবার সকাল হতে পুনরায় ওই দোকানে গরুর মাংস কিক্রি শুরু হয়েছে।

অভিযোগ রয়েছে পৌর এলাকার লাইসেন্সবিহিন এসব কসাইরা বছরের পর বছর যে যার মত ডাক্তারী পরীক্ষা ছাড়াই গোপন স্থানে রোগা, অস্বাস্থ্যকর গরু, গাভী, ছাগী জবাই করে তা দোকানে তুলে দেদারসে বিক্রি করছে। ছাগী বা বরকীর মাংস খাসীর মাংসের সমান দামে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। সোমবার সকালে ভালুকা উপজেলা মসজিদ হতে কয়েকজন মুসুল্লী ভালুকা বাজারের ঈদগা মাঠ সংলগ্ন একটি ছাপড়া ঘরের সামনের ডালা ফেলা অবস্থায় ভিতরে ছাগী (বরকী) জবাই করছে শোনে তা দেখতে যান। এসময় তারা দেখতে পান ভিতরে থাকা বেশ কয়েকটি  ছাগী জবাইয়ের প্রস্তুতি চলছিল আর পাশে ছাগলের চামড়া স্তুপিকৃত রয়েছে। ভিতরে থাকা ব্যাক্তিরা জানায় ওই ঘরটি বাবুল কসাইয়ের পশু জবাইখানা।  

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ হেলাল আহম্মেদ জানান প্রজননক্ষম কোন গাভী,বকন, ছাগী, ভেড়া জবাই সম্পুর্ণ নিষিদ্ধ, তাছার ডাক্তারী পরীক্ষার ছারপত্র ছাড়া পশুজবাই নিয়ম বহির্ভূত। ভালুকা পৌর এলাকার হাট বাজারে মাংস বিক্রেতাদেরকে প্রাণী সম্পদ অফিস থেকে কোন লাইসেন্স দেয়া হয়নি এটা পৌরসভার এখতিয়ারভূক্ত। পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলে জানাযায় কসাইদের কোন লাইসেন্স দেয়া হয়নি।# 



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই