তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী আটক

ঝিনাইদহে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী আটক
[ভালুকা ডট কম : ০৫ নভেম্বর]
ঝিনাইদহ সদরে নাশকতার প্রস্তুতির সময় বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার কালুহাটি দাখিল মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-ঝিনাইদহ সদর থানা জামায়াতের আমির আশরাফুল আলম, ডেফল বাড়িয়া গ্রামের এনামুল হক মোল্লা, পশ্চিম লক্ষীপুর গ্রামের মাহবুবুর রহমান, বানিয়া কান্দর গ্রামের চাঁদ আলী, বংকিরা গ্রামের তোয়াজ উদ্দিন মন্ডল, কোরাপাড়া গ্রামের সোহেল আহম্মেদ, মাটি কুমড়া গ্রামের ইস্রাফিল শেখ, চান্দুয়ালী গ্রামের রায়হান মল্লিক, মামুনশিয়া গ্রামের রশিদুল মন্ডল, বৈডাঙ্গা গ্রামের দাউদ হোসাইন, বাদ পুকুরিয়া গ্রামের জাহিদ হোসেন মামুন, শালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক, মনসুর আলী, এস্তেফাপুর গ্রামের আজিবার মন্ডল।

ঝিনাইদ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সদর উপজেলার কালুহাটি দাখিল মাদ্রাসায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় ওই ১৪ জনকে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই