তারিখ : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

বেনাপোলে শেখ রাসেলের ৫৫-তম জন্মদিন পালিত

বেনাপোলে শেখ রাসেলের ৫৫-তম জন্মদিন পালিত
[ভালুকা ডট কম : ১৮ অক্টোবর]
শুক্রবার বিকেলে বেনাপোল শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের আয়োজনে অনুষ্ঠিত শেখ রাসেলের ৫৫-তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল  হক মঞ্জু বলেন,

১৯৭৫ সালের সেনা অভ্যুত্থানে বুলেটের আঘাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় মা ফজিলাতুন্নেছা মুজিবসহ স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করার পর পাষন্ডরা হত্যা করে বঙ্গবন্ধুর সর্বকণিষ্ঠ পুত্র শেখ রাসেলকে। মৃত্যুর পূর্বে ১০ বছরের শিশু রাসেল ভয়ে আতঙ্কিত হয়ে বলেছিল “আমি মায়ের কাছে যাবো”। মায়ের লাশ দেখে বলেছিল আমাকে হাসু আপুর(শেখ হাসিনা) কাছে পাঠিয়ে দিন। কিন্তু ঘাতকের দল ওই দুধের শিশুকেও ছাড় দেয়নি। বলেছিল বাঘের বাচ্চা বাঘ হবে। সেদিন নির্মমভাবে হত্যা করেছিল শেখ রাসেলকে।

অনুষ্ঠানের শুরুতে শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানের নেতৃত্বে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ শেষে আবারো মাধ্যমিক বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে শেখ রাসেলের ৫৫-তম জন্মদিনের কেক কাটা হয়।

বেনাপোল শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি কবির ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুখ হোসেন উজ্জলের সঞ্চালনায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে শেখ রাসেলের উপর প্রামান্য চিত্র, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যশোর জেলা আওয়ামীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা সরদার অলোক, শার্শা উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান অহিদ ও আওয়ামীলীগ নেতা স্বপন। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শুভ জন্মদিন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই