তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নান্দাইলে খুররম খান চৌধুরী ডিগ্রী কলেজে এইচএসসির ফলাফল বিপর্যয়

নান্দাইলে খুররম খান চৌধুরী ডিগ্রী কলেজে এইচএসসির ফলাফল বিপর্যয় জিপিএ ৫ শূন্য
[ভালুকা ডট কম : ২৫ জুলাই]
সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী খুররম খান চৌধুরী ডিগ্রী কলেজসহ তিলে তিলে সাজিয়েছেন বাবা, মা, স্ত্রী মেয়ে ও নিজ নামীয় ৬টি শিক্ষা প্রতিষ্ঠান। তার হাতের ছোঁয়া গেলে আছে উপজেলার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। নান্দাইল উপজেলায় ঢাকা বোর্ডের অধীনে ৬টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে  খুররম খান চৌধুরী ডিগ্রী কলেজ একটি।

সারা দেশে যখন এইচ.এস.সির পরীক্ষার পাসের হার ৬৮.৯১%, তখন নান্দাইলে ৩৮.৫৪ %। উপজেলার ১৭.৯৪% পেয়ে তলানীতে রয়েছে খুররম খান চৌধুরী ডিগ্রী কলেজ। উচ্চ মাধ্যমিক পর্যায়ে উক্ত কলেজ গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ফলাফল খারাপ করছে বলে অভিযোগ করেছেন কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা চলতি বছরে এই কলেজ থেকে ৪৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৮০  জন আর অকৃতকার্য হয় ৩৩৬ জন। যাহার পাসের হার ১৭.৯৪ %। 

এ বিষয় প্রতিষ্ঠাতা সভাপতি খুররম খান চৌধুরী কে জিজ্ঞাস করলে তিনি বলেন উক্ত প্রতিষ্ঠানটি আমি ১৯৯৫ সালে সংসদ সদস্য থাকা অবস্থায় অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত করেছি। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটি লেখাপড়ার মান নিয়ে বিভিন্ন সচেতন ও অভিভাবক মহলে নানা প্রশ্ন উঠেছে। তখন আমার অনেক কষ্ট লাগে যে আমার হাতে গড়া প্রতিষ্ঠানটির ফলাফল এত বিপর্যয় তার পড়েও আমার কিছু করার নেই। কারণ আমার এই প্রতিষ্ঠানে কোন কর্তৃত নেই।

এ ব্যপারে স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। শুধু খুররম খান চৌধুরী ডিগ্রী কলেজ নয় উপজেলার সব কলেজে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য পদক্ষেপ নেওয়া হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই