তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে কবরের লাশ চুরির ঘটনায় প্রতিকার নেই

গৌরীপুরে কবরের লাশ চুরির ঘটনায় প্রতিকার নেই
[ভালুকা ডট কম : ২২ নভেম্বর]
প্রিয়জনের লাশের সন্ধানে, চলছে খোঁড়াখুঁড়ি। কবরে লাশ নেই; এ খবর ছড়িয়ে পড়ায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে তোলপাড় শুরু হয় ২০১৮ সালের মার্চ মাসে। মাত্র দুই-আড়াই ফুট ফাঁক করে অভিনব পদ্ধতিতে একের পর এক কবরের লাশ (কংকাল) চুরির ঘটনায় গ্রামবাসী হতবাক। সেই থেকে এখন পর্যন্ত প্রিয়জন মৃত্যুর পর ‘লাশ রক্ষা’য় পাহাড়া দিচ্ছেন গ্রামবাসী।

এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার আড়াই বছরে পায়নি স্বজনরা। রোববার (১৫ নভেম্বর) এবার ময়মনসিংহে মানুষের মাথার খুলি ও কঙ্কাল প্রাপ্তির খবরে গ্রামবাসী প্রিয়জনের লাশ দেখতে কবরে ছুটছেন স্বজনরা।

এদিকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহের কঙ্কাল পাচারচক্রের সঙ্গে গৌরীপুরের কবরে লাশ চুরির লিংক রয়েছে। ওরাও এ চক্রের সদস্য। ওদেরকে সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। যেভাবে লাশ চুরির খবর ফাঁস হয়, ২০১৮সালের মার্চ মাসে লাশ বিক্রির টাকার ভাগবাটোয়ারা আকির হোসেন, রাসেল মিয়া আর হযরত আলী নামে তিনজন ময়মনসিংহে বিবাদ সৃষ্টি হয়। এ চক্রের সদস্যদের দ্বন্ধের কারণেই লাশ চুরির ঘটনা ফাঁস হয় ময়মনসিংহে। ভাগ-বাটোয়ারা নিয়ে সেখানে এ ঘটনা শোনতে পান ভাংনামারী ইউনিয়নের গজারিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে নয়ন মিয়া। এ চক্রের ৩জনের বাড়িই তার এলাকায়। তাই তিনি বাড়িতে তার ভাই ফয়সাল ইসলামকে ফোনে এ তথ্য জানান।

তার দাদা ওয়াহেদ আলী ও দাদী কদরবানু’র কবরে লাশ আছে কি-না জানতে চান? পরিবারের লোকজন ছুটে গিয়ে দেখেন, দু’টি কবরেই দুই-আড়াই ফুট করে গর্ত (ফাঁকা)। কবরে লাশ নেই! এরপর ছুটে আসেন আত্মীয়-স্বজনও। এই চক্রের লাশ চুরির ঘটনা শোনে ভাংনামারী ইউনিয়নের হাজী আব্দুল মজিতের ছেলে আবুল হাসাদ বাচ্চু ছুটে যান মায়ের কবরে। কবরের মাথার অংশে দুই-আড়াই ফুট ফাঁকা দেখে চমকে উঠেন। মায়ের লাশ আছে-কিনা নিশ্চিত হতে, গ্রামবাসীকে নিয়ে কবরের মাটি সরিয়ে দেখেন ‘লাশ’ নেই। স্ত্রী’র লাশ নেই এ কথা শোনেই বাকরুদ্ধ হয়ে পড়েন হাজী আব্দুল মজিদ।

বাচ্চু জানায়, তার মা নুর জাহান বেগম প্রায় দেড় বছর আগে মারা যান। মায়ের শোক ভুলতেই পারছেন না, এবার মায়ের লাশও নেই। যেখানে দাঁড়িয়ে দিনে দু’বার মোনাজাত করতাম। এলাকার মানবাধিকার কর্মী ফয়সাল ইসলাম জানান, মৃত্যুর পর ‘কবর’কে শান্তির জায়গা বলা হয়, আজ সেই করব থেকে লাশ চুরির ঘটনায়-আমরা বিস্মিৃত। গ্রামবাসীর ধারণা, বিশেষ ধরনের কোনযন্ত্র দিয়ে পুরো লাশ এ ফাঁকা অংশ দিয়েই সহসায়  লাশ চুরি করে নিয়ে যাচ্ছে এ চক্রটি। এরপরেই স্বজনের লাশের সন্ধানে চলে করব খোঁড়াখুঁড়ি। এরপরে কুলিয়ারচর গ্রামের মৃত রুস্তম আলীর স্ত্রী হাসনা আক্তারের কবর খোঁড়ে লাশ পাওয়া যায়নি। তিনি মারা যান প্রায় ২বছর পূর্বে। ৩বছর পূর্বে মারা যান মৃত একিন আলীর ছেলে মোর্শেদ আলী। তার কবরেও লাশ নেই। গজারিয়া গ্রামের কেরামত আলীর ছেলে আব্দুর রাজ্জাক জানান, তার ভাই আবু চান ও সালেহা খাতুনের কবরেও লাশ নেই। একই গ্রামের মৃত বাছির উদ্দিনের স্ত্রী জুবেদা খাতুনের কবরেও লাশ নেই।

তার ছেলে আব্দুল খালেক জানান, ঈদুল আযহা ও ঈদুল ফিতরেও মায়ের কবর মেরামত করেছি। রাসেল আমাকে ছেলে বলে কবর ভেঙ্গে গেছে, তারপর মেরামত করেছি। লাশ নেই, সেটা আগে বুঝতে পারি নাই। গ্রামের লোকজন কবর খোঁড়াখুড়ি শেষে নিশ্চিত করেন ২১টি কবরে লাশ নেই।

এ ঘটনা অত্যন্ত দুঃখজনক, মরার পরেও শান্তি পাচ্ছে না স্বজনরা, উল্লেখ করে ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল বারেক জানান, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর উপজেলার সভাপতি সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ বলেন, এতো লাশ চুরি হয়েছে, কঙ্কাল ধরা পড়ছে। গ্রামবাসী স্বজনদের চুরির ঘটনায় অভিযোগ দেয়ার পরেও পুলিশ কোন ব্যবস্থা না নেয়া অত্যন্ত দুঃখজনক।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খান জানান, ২০১৮সালের এ ঘটনা সম্পর্কে আমার কিছু জানা নেই। আপনাদের মাধ্যমে প্রথম জানলাম, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেকগুলো কবরের লাশ চুরি অত্যন্ত দুঃখজনক ঘটনা উল্লেখ করে ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর নূর খোকা বলেন, জড়িতদের বিষয়ে পরবর্তীতে প্রশাসন কোন আইনানুগ ব্যবস্থা নেয়নি।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অনুসন্ধানী প্রতিবেদন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই