বিস্তারিত বিষয়
জেসমিন,এনামুলের আর্থিক লেনদেনের প্রমাণ
উচ্চ আদালতের তদন্ত কমিটি
জেসমিন ও এনামুলের আর্থিক লেনদেনের প্রমাণ তদন্ত কমিটির হাতে
[ভালুকা ডট কম : ৩০ মে]
র্যাব হেফাজতে নওগাঁর একটি ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের ছেলে, ভাই ও মামা, বাড়িওয়ালা এবং দুইজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত দল। সোমবার (২৯ মে) বিকেল ৩টা থেকে তদন্ত দলের সদস্যরা তাদের সঙ্গে কথা বলা শুরু। কথা বলে বের হয়ে সন্ধ্যায় নওগাঁ সার্কিট হাউস চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, সুলতানা জেসমিনের মামা নাজমুল হক ও তার ভাই সুলতান মাহমুদ। তদন্ত দলের আমন্ত্রণে আসা অন্যদের তখনও জিজ্ঞাসাবাদ চলছিল।
তদÍ দলের সদস্যদের মধ্যে নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা আবু শামীম আজাদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমতিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম, সিভিল সার্জন আবু হেনা মো. রায়হানুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এসময় উপস্থিত ছিলেন।
নাজমুল হক বলেন, ‘গত ২২ মার্চ নওগাঁর মুক্তির মোড় থেকে জেসমিনকে র্যাব সদস্যরা আটকের পর নওগাঁ হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং দাফন কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত কখন কি কি ঘটেছে তার বর্ণনা আমাদের কাছ থেকে শুনেছেন। এছাড়া জেসমিনের বাসা থেকে জেসমিন ও মামলার বাদী এনামুলের মধ্যকার বিভিন্ন অংকের টাকা লেনদেনের কাগজপত্র আমরা পেয়েছি। সেগুলো তদন্ত কমিটির কাছে উপস্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, উচ্চ আদালতের নির্দেশে যে তদন্ত দল গঠন করা হয়েছে আশা করছি, তারা নিরপেক্ষ তদন্ত করবেন এবং বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। নিরপেক্ষ তদন্ত হলে ন্যায়বিচার পাব বলে আমরা আশাবাদী।
জেসমিনের ভাই সুলতান মাহমুদ বলেন, আটকের আগে আমার বোন সুস্থ্য ছিলো। র্যাব আটকের পর অসুস্থ্য হন এবং তাদের হেফাজতে চিকিৎসা চলা অবস্থায় মারা যান। এজন্য আমি র্যাবকেই দায়ী মনে করি। আশা করি, প্রকৃত দোষীরা চিহ্নিত হবে।
হাইকোর্টের এক আদেশের পরিপ্রেক্ষিতে গত ২২মে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খানকে। কমিটি সদস্য হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং নওগাঁর পুলিশ সুপারের মনোনীত একজন অতিরিক্ত পুলিশ সুপার।
র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের একটি দল ২২ মার্চ সকালে জেসমিনকে আটক করে। স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক মো. এনামুল হকের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে নিয়েই র্যাব এ অভিযান চালায়।
এনামুল হকের অভিযোগ, জেসমিন ও আল আমিন নামের এক ব্যক্তি তার (এনামুল) ফেসবুক আইডি হ্যাক করে চাকরি দেওয়ার প্রলোভন দেখাচ্ছিলেন বিভিন্নজনকে। এভাবে তারা প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
আটকের পরের দিন ২৪মার্চ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন মারা যান। তার মৃত্যুর পর রাজশাহীর রাজপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুগ্ম সচিব এনামুল হকের করা একটি মামলার কথা জানা যায়, যেটি রেকর্ডের সময় ২৩ মার্চ বিকেল। জেসমিন ও তার কথিত সহযোগী আল-আমিনকে এতে আসামি করা হয়। আল-আমিনকে ২৬ মার্চ ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। তিনি একজন মোবাইল ব্যাংকিং এজেন্ট।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ
-
রাণীনগরে নবাগত কৃষি কর্মকর্তার মতবিনিময় [ প্রকাশকাল : ১২ সেপ্টেম্বর ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
-
বিদায় নিলেন রাণীনগরের ইউএনও [ প্রকাশকাল : ১১ সেপ্টেম্বর ২০২৩ ০১.১৫ অপরাহ্ন]
-
মনপুরায় জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়ম [ প্রকাশকাল : ১০ সেপ্টেম্বর ২০২৩ ১০.২০ পুর্বাহ্ন]
-
আইজিপি পুরস্কার পেলো নওগাঁ জেলা পুলিশ [ প্রকাশকাল : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০৪.০০ অপরাহ্ন]
-
রাণীনগরে টিসিবির চাল বাহিরে বিক্রি [ প্রকাশকাল : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ০২.৩০ অপরাহ্ন]
-
রাণীনগরে মসজিদের উদ্বোধন করলেন এমপি [ প্রকাশকাল : ০১ সেপ্টেম্বর ২০২৩ ০২.৩৩ অপরাহ্ন]
-
কালিয়াকৈর বাজারে মূল্য তালিকা উদ্বোধন [ প্রকাশকাল : ৩০ আগস্ট ২০২৩ ০৩.৩০ অপরাহ্ন]
-
রাণীনগরে ওয়েভ ফাউন্ডেশনের মতবিনিময় সভা [ প্রকাশকাল : ২৮ আগস্ট ২০২৩ ০২.১০ অপরাহ্ন]
-
অবশেষে বদলী হলেন রাণীনগরের কৃষি কর্মকর্তা [ প্রকাশকাল : ২২ আগস্ট ২০২৩ ০২.৩০ অপরাহ্ন]
-
নওগাঁয় ব্র্যাকের কৈশোর বান্ধব ক্যাম্পেইন [ প্রকাশকাল : ২১ আগস্ট ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
-
রাণীনগরে কৃষি প্রদর্শনীর অর্ধেক সার ফেরত [ প্রকাশকাল : ১৮ আগস্ট ২০২৩ ০২.৫২ অপরাহ্ন]
-
নান্দাইলে জাতীয় শোক দিবস পালিত [ প্রকাশকাল : ১৬ আগস্ট ২০২৩ ০২.৩০ অপরাহ্ন]
-
রাণীনগরে যুব ঋণের চেক বিতরণ [ প্রকাশকাল : ১৬ আগস্ট ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
-
কালিয়াকৈর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা [ প্রকাশকাল : ১৪ আগস্ট ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে রাস্তার বেহাল দশা জনদুর্ভোগ [ প্রকাশকাল : ১১ আগস্ট ২০২৩ ০৫.৩০ অপরাহ্ন]