তারিখ : ০২ মে ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় ডিসের অবৈধ সংযোগ থেকে অগ্নিকান্ড

ভালুকায় ডিসের অবৈধ সংযোগ থেকে বিদ্যুতের শর্ট সার্কিটে অগ্নিকান্ড
[ভালুকা ডট কম : ১২ মার্চ]
ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের মেগার মাঠে ডিসের অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে বৃহস্প্রতিবার রাত ১০টায়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানাযায়নি।

ফায়ার সার্ভিস সুত্রে জানাযায়,বৈদ্যুতিক তারের সাথে ডিশের তার লেগে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক তার থেকে অবৈধ ভাবে কে বা কারা ডিস লাইনের সাথে বিদ্যুৎ সংযোগ সরবরাহ করায় সেই লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৫মিটারের মতো বিদ্যুতের তার ও ডিসে তার পুড়ে যায়। আশপাশে দোকান পাটে আগুন ছাড়ানোর আগেই ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান বৈদ্যুতিক তারের সাথে ডিসের তার লেগে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

পিডিবির নির্বাহী প্রকৌশলী সানোয়ার হোসেন জানান,বৈদ্যুতিক খুঁটিতে ডিস ও ইন্টারনেটের সংযোগকারী প্রতিষ্ঠানকে বারবার নিষেধ করা সত্বেও তারা তাদের ডিস এবং ইন্টারনেটের তার সংযোগ অব্যাহত রেখেছে যা সম্পূর্ণভাবে অবৈধ।তিনি আরো জানান,মামলা করার এখতিয়ার আমাদের নেই তবে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ অতি শীঘ্রই শুরু করবো।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই