বিস্তারিত বিষয়
ভালুকায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
ভালুকার ৬১নং আঙ্গারগাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশংসাপত্রের জন্যে টাকা আদায়ের অভিযোগ
[ভালুকা ডট কম : ০২ মার্চ]
ভালুকায় প্রশংসাপত্র দেওয়ার নামে শিক্ষার্থীদের নিকট টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগটি উপজেলার ডাকাতিয়া ইউনিয়ের ৬১নং আঙ্গারগাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক তোফায়েল আহম্মেদের বিরুদ্ধে। তবে, ওই শিক্ষক বলছেন অন্য কথা। পরে, প্রশাসনিক চাপে ওই টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে জানা যায়, ২০২২সালে অনুষ্ঠিত ৫ম শ্রেনীর চুড়ান্ত পরীক্ষায় উর্ত্তীণ উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ৬১নং আঙ্গারগাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি জন্যে বিদ্যালয় থেকে প্রশংসাপত্র আনতে যায়। ওই সময় বিদ্যালয়ের প্রধানশিক্ষক তোফায়েল আহম্মেদ শিক্ষার্থীর নিকট থেকে বাধ্যতামূলক ভাবে ৫০০ থেকে ৭০০টাকা আদায় করেন। ওই ঘটনায় রফিকুল ইসলাম নান্নু নামে স্থানীয় এক ব্যক্তি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মংকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন।
ওই বিষয়ে কথা হলে উপজেলার আঙ্গারগাড়া গ্রামের আবু হানিফ জানান, তার মেয়ে হাবিবা আক্তার গত বছর উপজেলার আঙ্গারগাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাশ করেছে। পরে, ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্যে ওই বিদ্যালয় থেকে প্রশংসাপত্র আনতে গেলে প্রধানশিক্ষক তার কাছে প্রশংসাপত্রের জন্যে ৫শত এবং পিকনিকের জন্যে ২শত টাকা দাবি করেন। পরে, তিনি বিদ্যালয়ে গিয়ে প্রধানশিক্ষকের হাতে ৭শত টাকা দিয়ে মেয়ের প্রশংসাপত্র আনেন। তবে, কয়েকদিন আগে প্রধানশিক্ষক তার মেয়ের কাছে ৫শত টাকা ফিরিয়ে দিয়েছেন বলে তিনি জানান।
অজ্ঞাত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক আঙ্গারগাড়া বাজারের একজন চা বিক্রেতা জানান, ছেলের প্রশংসাপত্রের জন্যে শিক্ষক তোফায়েল আহাম্মেদ তার কাছে ৫শত টাকা দাবি করেন। পরে, তিনি ৫শত টাকা দিয়ে ছেলের মাকে বিদ্যালয়ে পাঠিয়ে প্রশংসাপত্র আনিয়েছেন। ওই বিদ্যালয়ের একাধিক সাবেক শিক্ষার্থী জানান, প্রধানশিক্ষক তাদের নিকট থেকেও টাকা আদায় করেছেন।
কথা হলে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সরকার যেখানে শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ করেছেন। আর তোফায়েল স্যার প্রশংসাপত্রের জন্যে ছেলে-মেয়েদের নিকট থেকে টাকা আদায় করছেন।
অভিযোগকারী রফিকুল ইসলাম নান্নু জানান, এলাকার মানুষের স্বার্থে তিনি ওই অভিযোগটি করেছেন এবং অভিযোগের শতভাগ সত্যতা রয়েছে। তাছাড়া, উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করলে প্রধানশিক্ষক শিক্ষার্থীদের নিকট থেকে নেয়া টাকা ফিরিয়ে দেন। এছাড়াও, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
অভিযুক্ত প্রধানশিক্ষক তোফায়েল আহম্মেদ বলেন, ‘বনভোজনের জন্য আমি ৪৫জন শিক্ষার্থীর নিকট থেকে টাকা নিয়ে ছিলাম। পরে, এটিইও স্যার টাকা ফেরৎ দেয়ার নির্দেশ দিলে আমি সেই টাকা শিক্ষার্থীদের কাছে ফেরৎ দিয়ে দিয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জানান, সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে, উপবৃত্তি, পোশাক, জুতা, স্কুল ব্যাগ কেনার টাকা দিচ্ছে। গত পরীক্ষার ফিও মওকুফ ছিল। প্রশংসাপত্র দেওয়া জন্যে এরকম টাকা আদায়ের কোন সুযোগ নেই। উপজেলার ৬১নং আঙ্গারগাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক তোফায়েল আহম্মেদের বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ
- InshaAllah we will meet again [ প্রকাশকাল : ০২ জুন ২০২৪ ০২.০০ অপরাহ্ন]
- ভালুকায় সরকারী খাস জমি উদ্ধার [ প্রকাশকাল : ০১ জুন ২০২৪ ১২.৩০ অপরাহ্ন]
- ভালুকায় এতিমের জমি দখলের পাঁয়তারা [ প্রকাশকাল : ৩১ মে ২০২৪ ০৩.০০ অপরাহ্ন]
- ভালুকায় গার্মেন্টস শ্রমিক লীগের পরিচিতি সভা [ প্রকাশকাল : ৩০ মে ২০২৪ ০৪.৩০ পুর্বাহ্ন]
- ভালুকায় কাঠাল যাচ্ছে বিভিন্ন জেলায় [ প্রকাশকাল : ২৮ মে ২০২৪ ১১.৪০ অপরাহ্ন]
- ভালুকায় পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু [ প্রকাশকাল : ২৮ মে ২০২৪ ০৬.০০ পুর্বাহ্ন]
- ভালুকায় বাসচাপায় স্বামী স্ত্রী নিহত [ প্রকাশকাল : ২৫ মে ২০২৪ ০৯.৩০ পুর্বাহ্ন]
- ভালুকায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ [ প্রকাশকাল : ২৩ মে ২০২৪ ১২.৩০ পুর্বাহ্ন]
- ভালুকায় অটোর দখলে মহা সড়ক [ প্রকাশকাল : ২১ মে ২০২৪ ১১.৫০ অপরাহ্ন]
- ভালুকায় রাস্তা কেটে ফেলার অভিযোগ [ প্রকাশকাল : ১৫ মে ২০২৪ ০৮.২০ অপরাহ্ন]
- ভালুকায় নবনির্মিত ৩টি রাস্তার উদ্বোধন [ প্রকাশকাল : ১৪ মে ২০২৪ ০৩.৫০ অপরাহ্ন]
- ভালুকায় নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি [ প্রকাশকাল : ১৪ মে ২০২৪ ১২.০২ অপরাহ্ন]
- ভালুকায় বোরো ধান মাড়াইয়ে উৎসবের আমেজ [ প্রকাশকাল : ১৪ মে ২০২৪ ০৭.০০ পুর্বাহ্ন]
- ভালুকায় বিশ্ব মা দিবসে আলোচনা সভা [ প্রকাশকাল : ১২ মে ২০২৪ ০১.৩০ অপরাহ্ন]
- ভালুকায় ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ৩ [ প্রকাশকাল : ১১ মে ২০২৪ ০২.০৫ অপরাহ্ন]