তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
[ভালুকা ডট কম : ২১ ফেব্রুয়ারী]
ময়মনসিংহের গৌরীপুর উপজলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে রবিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত ও রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় এ উপলক্ষ্যে পাবলিক হলে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযাদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, গৌরীপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ শফিকুল ইসলাম হবি, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন প্রমুখ। #

গৌরীপুর মহান ভাষা শহিদ দিবসে পৌরসভার শ্রদ্ধা নিবেদন
ময়মনসিংহের গৌরীপুরে একুশে ফ্রেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার প্রথম প্রহরেই শহীদ মিনারে গৌরীপুর পৌরসভার জনপ্রিয় মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

এ সময় নবনির্বাচিত সংরক্ষিত কাউন্সিলর দিলুয়ারা আক্তার, মোছাঃ রোজিনা আক্তার চৌধুরী, সালেহা আক্তার, সাধারণ কাউন্সিলর ১নং ওয়ার্ডের আব্দুর রউফ (মোস্তাকিম), ২নং ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেন বাচ্চু, ৩ নং ওয়ার্ডের মো. মাসুদ মিয়া রতন, ৪ নং ওয়াডের্র মো. নুরুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের জিয়াউর রহমান জিয়া, ৬ নং ওয়ার্ডের মো. এমরান মুনশী, ৭ নং ওয়ার্ডের মো. নাজিম উদ্দিন, ৮ নং ওয়ার্ডের মো. সাদেকুর রহমান সাদেক, ৯ নং ওয়ার্ডের মোহাম্মদ আরিফুল ইসলাম ভূইয়া, বর্তমান কাউন্সিলর সংরক্ষিত কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মোছাঃ শিউলী চৌধুরী, দেওয়ান মাসুদুর রহমান খান (সুজন), এস এম আলী আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।#

গৌরীপুরে ভাষা শহীদদের প্রতি আওয়ামীলীগের শ্রদ্ধা
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ররিবার (২১ ফেব্রুয়ারী) সকালে স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পরে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ ও সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাসের নেতৃত্বে এতে অংশগ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সাবেকে সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, সদস্য সাবেক পৌর মেয়র মোঃ শফিকুল ইসলাম হবি, বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক নাসিমা পারভীন পাপড়ী, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আবুল হাশিম, সাধারণ সম্পাদক মনসুর আহাম্মদ মিলন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সাবেক ছাত্রলীগ নেতা মাহফূজ উল্লাহ, মাহবুবুর রহমান শাহীন, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল হক রাকিব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা উত্তম সরকার, উমর ফারুক স্বাধীন প্রমুখ। #

গৌরীপুরে মুক্তিযোদ্ধা কবরাস্থানে শহীদদের কবর জিয়ারত
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (২১ ফেব্রুয়ারি) বাদ যাহর স্থানীয় মুক্তিযোদ্ধা কবরাস্থানে ইউএনও হাসান মারুফের নেতৃত্বে প্রয়াত ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।

এতে অংশগ্রহন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আব্দুল হেলিম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ,  গৌরীপুর পৌর সভার প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, হিসাব রক্ষক মঞ্জুরুল হক প্রমুখ। #

গৌরীপুর আবৃত্তি পরিষদের কবিতায় ও গানে গানে মাতৃভাষা দিবস পালন
৫২’র চেতনায় উদ্বাসিত পৃথিবীর ভাষাভাষী সমাজ। ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদায় পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (২১ ফেব্রুয়ারী) স্থানীয় স্মৃতিসৌধে গৌরীপুর আবৃত্তি পরিষদের আয়োজনে কবিতায় ও গানে গানে মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও আবৃত্তি পরিষদের সদস্য শেখ মোঃ বিপ্লবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গৌরীপুর আবৃত্তি পরিষদের আহবায়ক হারুন-উর-রশীদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আইনজীবি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ। তিনি তার বক্তব্যে বাংলা ভাষাকে সর্বত্র ব্যবহার করার আহ্বাণ জানান।

অনুষ্ঠানে আবৃত্তি করেন বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক আজম জহিরুল ইসলাম, সাংবাদিক প্রভাষক মোখলেছুর রহমান, কবি শামীমা খানম মীনা, সাংবাদিক শেখ মোঃ বিপ্লব, সাংবাদিক আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান, কাজী আব্দুল্লাহ আল আমীন, তপন সরকার প্রমুখ। সংগীত পরিবেশন করেন রওশন আরা দুলেনা, রাত্রি পাল, স্বর্না, অর্ক, আদিল, অনিমা, প্রমিত, সৈকত, ভূমিকা, ঐশি, কাকলি, প্রবাত, সালমা, মিতু বিজয়, রানা, তপন প্রমুখ।  #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই