বিস্তারিত বিষয়
দেশে প্রতিদিনই করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে
দেশে প্রতিদিনই করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে
[ভালুকা ডট কম : ২৩ মে]
দেশে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতিদিন। এ সময় ঈদকে ঘিরে বাজার ঘাট খুলে দেয়া বা জনচলাচলে বাধা শিথিল করার কারণে ব্যাপক হারে সংক্রমণের আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বিশেষ করে সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ও পার্শবর্তী এলাকা ছেড়ে যাওয়ার সুযোগ ক্রমেই ঝুঁকিপূর্ণ করে তুলছে কম আক্রান্ত জেলাগুলোকে। এর পর আত্মীয়-স্বজন পাড়া-পড়শিদের সাথে ঘনিষ্ঠ মেলামেশা করে যখন এসকল মানুষ ঢাকা ফিরবেন তখন পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
দেশে কোভিড নাইন্টিনে মোট শনাক্ত ৩০ হাজার ছাড়ালেও এখনো ৪৪ জেলায় আক্রান্তের সংখ্যা ১০০-র নিচে রয়েছে। আর মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি রাজধানী ঢাকায়। এই অবস্থায় বিপুল সংখ্যক মানুষের ঢাকা ছাড়ার ফলে তুলনামূলক কম আক্রান্ত জেলাগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সুযোগ হাতছাড়া হওয়ার ঝুঁকিতে পড়েছে দেশ।
এ অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজীর আহমেদ বলেছেন, এবার যদি সারাদেশে কম করে এক লক্ষটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় তাহলেও সেখান থেকে গড়ে দু’জন করে অন্তত: দু’লক্ষ মানুষ সংক্রমিত হবার আশঙ্কা থেকেই যাচ্ছে।
করোনা বিষয়ক জাতীয় টেকনিক্যাল কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ঈদকে কেন্দ্র করে জনচলাচলের ব্যাপক সুযোগ করে দেবার ফলে কম আক্রান্ত জেলাগুলোতে সংক্রমণের বীজ বোনা হয়ে যাবে এবং ফলে গ্রামেও গুচ্ছ গুচ্ছ সংক্রমণ দেখা দেবে।
একই রকম আশঙ্কা প্রকাশ করেছেন আইইডিসিআর উপদেষ্টা ড. মুশতাক হোসেন। লকডাউন শিথিল করার কারণে দশ দিন আগের ঢেউ এখন লাগছে। দিন দিন মৃত্যু আর আক্রান্ত বাড়ছে। আর এখন ঈদের জন্য বাজার, কারখানা, ফেরীঘাট বা রাস্তায় ব্যাপকভাবে জনসমাগমের যে সুযোগ করে দেয়া হল তার ফলে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দ্রুতই লাফিয়ে লাফিয়ে বেড়ে যাবে।
আগে থেকেই বিশেষজ্ঞরা আভাস দিয়ে রেখেছিলেন, মে মাসে দেশে ব্যাপক হারে বাড়বে কোভিড ১৯ সংক্রমণ। বাস্তব চিত্রও মিলছে সেই পূর্বাভাসের সঙ্গে। দেশের মোট আক্রান্তের অর্ধেকের বেশি শনাক্ত হয়েছেন গত ২ সপ্তাহে। প্রায় প্রতিদিনই গড়ছে আক্রান্ত কিংবা মৃতের কোনো না কোনো রেকর্ড।
এ অবস্থায় যখন প্রয়োজন ছিল সর্বোচ্চ সতর্কতা, তখনই আসে শিথিলতা। শ্রমঘন পোশাক কারখানাগুলো খুলে দেবার পর ইফতার বাজারের অনুমতি, ঈদ সামনে রেখে শপিংমল খোলা, সবশেষ পুলিশের চেকপোস্ট সরিয়ে বাধাহীন যাতায়াতের সুযোগ করে দেয়া, রাস্তায়-ফেরিঘাটে ভিড় সামলানো- এসব সমন্বয়হীনতার নজির উল্লেখ করে হতাশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ
-
প্রতিটি কাজ প্রশ্নবিদ্ধ করাই বিএনপির স্বভাব- কাদের [ প্রকাশকাল : ১৪ জানুয়ারী ২০২১ ০৩:০০ অপরাহ্ন]
-
ঢাকার মেয়রদের ঝগড়া এখন জাতীয় কৌতুকের বিষয় [ প্রকাশকাল : ১৩ জানুয়ারী ২০২১ ০৬:১৫ অপরাহ্ন]
-
প্রধান অন্তরায় সাম্প্রদায়িক অপশক্তি-কাদের [ প্রকাশকাল : ১০ জানুয়ারী ২০২১ ০২:৩০ অপরাহ্ন]
-
প্রধানমন্ত্রীর ভাষণ শুধু কথামালার ফুলঝুরি- রিজভী [ প্রকাশকাল : ০৮ জানুয়ারী ২০২১ ১১:১৫ অপরাহ্ন]
-
সম্মুখসারির যোদ্ধারা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবেন-প্রধানমন্ত্রী [ প্রকাশকাল : ০৭ জানুয়ারী ২০২১ ০৫:৩০ অপরাহ্ন]
-
নিঃশব্দ বোবাকণ্ঠই আওয়ামী বাকশালীদের কাছে প্রিয়-রিজভী [ প্রকাশকাল : ০৫ জানুয়ারী ২০২১ ০৫:০০ অপরাহ্ন]
-
দেশে কোনো স্বৈরতন্ত্র নেই, আছে গণতন্ত্র,বাকস্বাধীনতা [ প্রকাশকাল : ০৪ জানুয়ারী ২০২১ ০৯:৪০ অপরাহ্ন]
-
তামাক আইন সংশোধনের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর [ প্রকাশকাল : ০৪ জানুয়ারী ২০২১ ০৯:৩৬ অপরাহ্ন]
-
জনগণের অধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিন [ প্রকাশকাল : ০৩ জানুয়ারী ২০২১ ০৩:১০ অপরাহ্ন]
-
ক্ষমতাসীন ও বিরোধী দলের পরস্পর-বিরোধী বক্তব্য [ প্রকাশকাল : ০১ জানুয়ারী ২০২১ ০৭:০০ অপরাহ্ন]
-
বন্ধ হোক হত্যা-গুম-যুদ্ধ,নতুন বছরে মির্জা ফখরুলের কামনা [ প্রকাশকাল : ৩১ ডিসেম্বর ২০২০ ০২:২৮ অপরাহ্ন]
-
রাণীনগরে বই সংরক্ষনের জন্য নেই নিরাপদ জায়গা [ প্রকাশকাল : ২৯ ডিসেম্বর ২০২০ ০৫:০৪ অপরাহ্ন]
-
নওগাঁয় তামাকের প্রতি আকৃষ্ট করা হচ্ছে যুবাদের [ প্রকাশকাল : ২৮ ডিসেম্বর ২০২০ ০২:০০ অপরাহ্ন]
-
নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কোনো আগ্রহ নেই-ফখরুল [ প্রকাশকাল : ২৬ ডিসেম্বর ২০২০ ০৫:৩৪ অপরাহ্ন]
-
অনেক সূচকে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি-তথ্যমন্ত্রী [ প্রকাশকাল : ২৬ ডিসেম্বর ২০২০ ০৫:৩০ অপরাহ্ন]